আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন – U.S. Bangla News




আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ৫:০৭
১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশে। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় যেতে শুরু করেছেন আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা। কেউ কেউ ঢাকায় ঈদের জামাত শেষে নিজ এলাকায় যাবেন। সরকারের অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং স্থানীয় সংসদ-সদস্যরাও নির্বাচনি এলাকায় যাচ্ছেন। তারা সবাই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে নির্বাচনি এলাকার গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন অনেকে। ঈদের পরপরই আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী। ফলে ঈদ শেষে দ্রুতই ঢাকায় ফিরবেন ক্ষমতাসীন দলটির নেতারা। এবারও পবিত্র ঈদুল আজহায় নিজের সরকারি বাসভবন গণভবনে উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উপলক্ষ্যে ইতোমধ্যে তিনি অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ঈদ করবেন। রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি জানান, নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঈদের একদিন পর নির্বাচনি এলাকায় যাবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ ঈদ করবেন ঢাকায়। নিজ এলাকা ফরিদপুরে ঈদ করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বেসামরিক বিমান পরিবহণ ও

পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ঢাকায় ঈদ করবেন। নির্বাচনি এলাকা টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। ঢাকায় ঈদ করবেন আরেক সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নিজ এলাকা চাঁদপুরে ঈদ করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়। ঈদের পরের দিন নিজ নির্বাচনি এলাকা মোহাম্মদপুর সূচনা কমিনিউটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। নিজ নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ শেষে বাহাউদ্দিন নাছিম নিজ জেলা মাদারীপুরে যাবেন এবং বাবা-মায়ের করব জিয়ারত করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি নিজ এলাকা চাদপুরে ঈদ কবেন। দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকায় ঈদ করবেন বিএম মোজাম্মেল হক ও এমএম কামাল হোসেন। ঈদের দিন বিকালে নিজ নির্বাচনি এলাকায় যাবেন কামাল হোসেন। নির্বাচনি এলাকায় ঈদ করবেন আরেক সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। আর দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ঈদ করবেন চাঁদপুরে। কুমিল্লায় নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর। চট্টগ্রামের নিজ এলাকায় ঈদ করবেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম

আমিন। এছাড়াও আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। অনেকে আবার ঢাকায় ঈদের নামাজ আদায় করে এলাকায় যাবেন। কেউ কেউ ইতোমধ্যেই নির্বাচনি এলাকা থেকে ঘুরে এসেছেন। গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণও করেছেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া পেসমেকার বসানোর পর যথেষ্ট সুস্থ আছেন’ এবার হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা বেনজীরের স্ত্রী সন্তানরাও দুদকে এলেন না দ. কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণে নিহত ১৬ কে কী বলল, তার জন্য চোখের পানি ফেলে মুখ লুকাতে হবে তা না: প্রধানমন্ত্রী খামারিদের কাঁদাচ্ছে অবিক্রীত বড় গরু দুর্নীতিতে অভিযুক্তদের বিদেশযাত্রা নিয়ে যা বললেন আইজিপি মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজিম হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিল ডিবি মতিউরসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা মারা গেছেন আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: ক্র্যাব জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে: বিবৃতিতে ইউট্যাব বন্যার কারণে বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটনকেন্দ্র ২০৩০ সালের মধ্যে যক্ষ্মারোগ দূর করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী টেলিযোগাযোগ ও আইটি খাতে মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী : পলক আক্কেলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ গোপালগঞ্জে রেকর্ড ফলন দিয়েছে বিনাচিনাবাদাম-৬ যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী