আই স্মার্ট ইউ দেশে স্মার্টফোন কারখানা উদ্বোধন করল ট্রানশান – U.S. Bangla News




আই স্মার্ট ইউ দেশে স্মার্টফোন কারখানা উদ্বোধন করল ট্রানশান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ মে, ২০২৩ | ৮:৪১
নিজস্ব বাজারে স্মার্টফোনের চাহিদা বিবেচনায় স্মার্ট ডিভাইস ও মোবাইল সার্ভিস সেবাদাতা ট্রানশান হোল্ডিংস বাংলাদেশে উদ্বোধন করল ‘আই স্মার্ট ইউ’ নামে ডিজিটাল ডিভাইস উৎপাদন কারখানা। ট্রানশান নতুন কারখানার অবস্থান নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে। আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন কারখানা উদ্বোধন করেন ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার জর্জ জু এবং ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং। উদ্বোধনী বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের

চেয়ারম্যান মোস্তফা কামাল এবং গুগল পার্টনারশিপ ডিরেক্টর মাহির শাহীন। ‘আই স্মার্ট ইউ’ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেড, ট্রানশান হোল্ডিংসের সহপ্রতিষ্ঠান। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, টেকনো, আইটেল, ওরাইমো এবং সাইনিক্সের পরিবেশক হচ্ছে ট্রানশান। ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার জর্জ জু জানালেন, বাংলাদেশ তাদের ব্যবসা প্রসারের অন্যতম ‘কৌশলগত’ বাজার। ১৭ কোটির বেশি জনসংখ্যার দেশে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী এবং উচ্চ মানের ফিচারসহ স্মার্টফোনের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে বাংলাদেশে সম্ভাবনাময় নতুন বাজার তৈরি হচ্ছে। জর্জ জু আশা প্রকাশ করেন ‘আই স্মার্ট ইউ’র মাধ্যমে বাংলাদেশে যে বিনিয়োগ আসবে তা প্রতিষ্ঠানের স্থানীয় উন্নয়নের সঙ্গে বাংলাদেশের ডিজিটালাইজেশন ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কম দামে

স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য এবং ডিজিটাল শূন্যতা পূরণে বাংলাদেশে ‘ট্রানশান’ কারখানা প্রতিষ্ঠা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী কাতারে বলেছেন বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। যা জাতি হিসেবে আমাদের জন্য গর্বের উল্লেখ করে মোস্তাফা জব্বার জানালেন, ২০০৭ সালে বাংলাদেশে মাত্র সাড়ে ৭ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করত, সেখানে এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে ১৮ কোটিরও বেশি মানুষ ইন্টারনেটে সংযুক্ত। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন এখন ফাইবার অপটিকসের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড। বাংলাদেশের ৯৮ ভাগ এখন ভূখন্ড ফোরজি নেটওয়ার্কের আওতায় আছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক টুজি থেকে থ্রিজি হয়। ২০১৮ সালে উত্তোরণ হয় ফোরজি নেটওয়ার্কে। ২০২১ সালে আমরা ফাইভজি যুগে

প্রবেশ করেছি। কারখানায় প্রথম ধাপের বিনিয়োগ ২ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশের বাজারে ট্রানশান প্রতিশ্রুতির ফল। নকশা থেকে নির্মাণ সবকিছুতেই সর্বাধুনিক মান নিশ্চিত করা হবে। তা ছাড়া ডিজিটাল পণ্য উৎপাদনে লে-আউটে আধুনিকতা স্মার্টফোন তৈরিতে জরুরি বলে জানান বক্তারা। সবমিলিয়ে ২২ হাজার বর্গমিটারের সুবিশাল কারখানায় গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতে থাকছে উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক মানদণ্ড। উৎপাদনের পুরো প্রক্রিয়াকে অবিচ্ছেদ্য রাখতে টেকসই মান ও দক্ষতায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। সংশ্লিষ্টদের প্রত্যাশা বাংলাদেশের ক্রমবর্ধমান স্মার্টফোনের চাহিদা পূরণে ট্রানশান সঞ্চালকের ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে স্মার্ট ডিভাইস (আই স্মার্ট ইউ) কারখানা স্থাপন করে ট্রানশান মাইলফইলক স্থাপন করল। কারখানায় ২ হাজারের বেশি স্থানীয় জনবলের কর্মসংস্থান

হবে। যা স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় কর্মসংস্থান চাহিদা পূরণে সহায়ক হবে। ট্রানশান শিক্ষা ও প্রশিক্ষণে যথাযথ বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফলে স্থানীয় মেধার বিকাশ ও কারিগরি দক্ষতা বিকাশের যথেষ্ট সুযোগ তৈরি হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপজেলা ভোটের পরিস্থিতি অবনতির আশঙ্কা ফের হামলা হলে ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের তালিকা ধরে ব্যবস্থা নেবে আ.লীগ মালিকরা সমৃদ্ধ হলেও পোশাক শ্রমিকদের উন্নয়ন নেই: বিলস শোকজ শুরু বিএনপির পদধারী প্রার্থীদের তাপমাত্রা কমার সুখবর নেই, তীব্র গরমে ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি এআইর টার্গেটে এখন শিশুরাও জেলে ১৪ দিনের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের গণহত্যা-ধ্বংস-ক্ষুধা-বর্বরতার ২০০ দিন দক্ষিণ আফ্রিকায় বক্সিং টুর্নামেন্টে বাংলাদেশের জিনাতের সোনা জয় গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন ডিপজল মাদক অভিযানে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত ১৮ বছর পর স্কটল্যান্ডের দ্বীপে মিলল রেসের হাঁস তাপমাত্রা কমার সুখবর নেই, তীব্র গরমে ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি ইসরাইলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ মিরপুরে ছাদ থেকে লাফিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি সাবেক প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সৃজিত! চেয়ারম্যানরা এমপি মন্ত্রীর স্বজন হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন: মির্জা আজম