অ্যাকশন-থ্রিলার-মার্ডার মিস্ট্রি সিরিজে ওটিটি ঈদ আয়োজন – U.S. Bangla News




অ্যাকশন-থ্রিলার-মার্ডার মিস্ট্রি সিরিজে ওটিটি ঈদ আয়োজন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ৮:০১
অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি– ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ; যেগুলোর নেশায় মজে থাকছেন প্রায় সব শ্রেণির দর্শক। ঈদুল ফিতর সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই, চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন– চরকি অভিনেতা হিসেবে সংগীতিশল্পী তাহসানকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এবার তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’-তে অভিনয় করেছেন তিনি। এ সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে। ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন,

‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ। আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’ পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে সিরিজটি। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শককে ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে।’ দীপ্ত প্লে টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন তিনি। নিজের সাফল্য উদযাপনে আলো ঝলমলে পার্টির আয়োজন করেন রুপা। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রুপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে।

শত্রু ও মিত্র, মুখ ও মুখোশের গোলকধাঁধায় পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ। এমনই এক নায়িকাজীবনকে ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’-এ তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা; যিনি নায়িকা রুপা মির্জার চরিত্রে হাজির হয়েছেন। মামুনুর রশিদ তানিমের রচনায় এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এ ওয়েব সিনেমায় তানজিন তিশা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। বঙ্গ শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরেফিন অমি। সব কয়টি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে

এবার চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’ নিয়ে আসছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। ‘ফিমেল’ সিকুয়েলে নির্দিষ্ট শিল্পীরা অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। এবার ‘ফিমেল ৪’-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। ‘ফিমেল ৪’-এ আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ। হইচই হইচইয়ে রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিরিজটি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। এটি ২০২৩ সালে হইচইয়ে মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন অফ। সেই সিরিজে গোলাম মামুন নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব।

এবার সেই নামেই নির্মিত হয়েছে আট পর্বের সিরিজ। অপূর্ব বলেন, “আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি, সেগুলো থেকে ‘গোলাম মামুন’ ভিন্ন ধরনের চরিত্র। যেভাবে গোলাম মামুনের গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবেন অবশ্যই।” সিরিজে রাহী নামে চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তিনি বলেন, ‘রাহী চরিত্রটির জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি।’ নির্মাতা বলেন, ‘সিরিজটির মাধ্যমে সমাজের কোনো সংগতি-অসংগতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা আমি খুব সাধারণভাবে বলতে চেয়েছি।’ অপূর্ব, সাবিলা ছাড়াও এতে ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শারলিন ফারজানা, শরীফ সিরাজ,

নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামীসহ অনেকে অভিনয় করে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিমুক্ত রিজার্ভ অর্জনে লাগবে তিন বছর ডিএসইতে ১০ কার্যদিবসে সর্বোচ্চ লেনদেন কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ৫ এবার পাঠ্য বইয়ে ‘অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট’ এবার যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া আমার ‘শান্তি প্রস্তাবেই’ আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি: পুতিন ঋণের কিস্তি আদায় নিয়ে নতুন নির্দেশনা ‘আইন সংশোধন যত বিলম্ব হবে, তামাকে মৃত্যু ততই বাড়বে’ রাসেলস ভাইপার ইস্যুতে সরকারকে আইনি নোটিশ আর্জেন্টিনার সামনে এবার পুরোনো ‘শত্রু’ চিলি সন্ধানীর প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দীপুমনির সাক্ষাৎ বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস রাজশাহীতে সনদ ও ভাতা পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীরা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সুপ্রিমকোর্ট বার প্রধানমন্ত্রী খালি হাতেই ঢাকায় ফিরেছেন: সাইফুল হক দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ: রিজভী সাবেক স্ত্রীকে ফেরাতে চুরি করে শফিক! সবচেয়ে বেশি যে করেছে, তার বিরুদ্ধে গীবত গেয়ে বেড়াচ্ছেন ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা হতে পারে বুধবার