অভিমানের কারণটা তার অন্য – U.S. Bangla News




অভিমানের কারণটা তার অন্য

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৫
কয়েকবার মুক্তির তারিখ দিয়েও নানা অজুহাতে শেষ মুহূর্তে ‘অন্তর্জাল’-এর মুক্তি পিছিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এবারো পেছানোর খবরে মন খারাপ হয়েছিল বিদ্যা সিনহা মিমের। এ সিনেমার অন্যতম অভিনেত্রী তিনি, অথচ সিনেমার মুক্তি যে পিছিয়ে যাচ্ছে, সেটা জানতে হচ্ছে অন্যের কাছ থেকে! বিষয়টি কষ্ট দিয়েছিল অভিনেত্রীকে। সেদিন সন্ধ্যায় অন্তর্জালের ট্রেলার প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ছিল। অভিমান করে মিম সিদ্ধান্ত নেন, সেখানে যাবেনই না! তার এই অভিমান যৌক্তিক। রোববার সকালেও তিনি জানতেন, ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন কয়েক সপ্তাহ ধরে। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন। কয়েক দিন আগে প্রমোশনাল গানের শুটিংও করেন। তবে রোববার দুপুর থেকে এর-ওর মুখে জানতে

পারেন, এবারো পিছিয়ে যাচ্ছে সিনেমা। শুনে খুব মন খারাপ হয়েছিল মিমের। তাদের এবারের অজুহাতের নাম ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। বাংলাদেশেও একই দিনে মুক্তির কথা শোনা যাচ্ছে। অন্তর্জাল সিনেমার অন্যতম প্রযোজক সাদেকুল আরেফিন বলেন, জওয়ানের কারণেই অন্তর্জাল পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। শাহরুখ খানের জওয়ান নিয়ে অনেক ধরনের উত্তেজনা আছে। পরিবেশক থেকে শুরু করে হল মালিক- সবার অনেক দিনের দাবি এটা। যাতে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা আরও বড় হয়। যেহেতু জওয়ান আসছে, তাই আমরা পিছিয়ে ২২ সেপ্টেম্বর অন্তর্জাল মুক্তি দেব। সংবাদ সম্মেলনে যখন প্রযোজক এ ঘোষণা দেন, তখনো মিম এসে

পৌঁছাননি। অনুষ্ঠান শেষ হওয়ার পর গুটি গুটি পায়ে আসেন মিম। চোখমুখে তখনো মন খারাপের রেশ। অনেকটা জোর করেই ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, সবার একটু মন খারাপ ছিল। সকাল থেকে আমারও মন খারাপ ছিল। তবে নির্মাতা, প্রযোজক- সবার কথা শুনে মনে হচ্ছে, এ সিদ্ধান্ত হয়তো আমাদের জন্য ভালোই হয়েছে। আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছি, কবে আমরা সিনেমাটা হলে দেখতে পারব। এ কারণে মাঝেমধ্যে একটু মন খারাপ হয়। বাট নাউ অনেক হ্যাপি। এদিকে বাংলাদেশে একই দিনে জওয়ান মুক্তির জটিলতা অনেকটাই কেটে গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ গতকাল জানিয়েছেন, মন্ত্রীর অনুমোদন পেয়ে সেন্সর বোর্ডে যাচ্ছে জওয়ান। তিনি বলেন,

আমাদের আমদানি-রপ্তানি কমিটির প্রস্তাব মন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। এখন বাকি কাজ সেন্সর বোর্ডের। সেন্সর বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গতকাল জওয়ান সেন্সর বোর্ডে জমা পড়েছে। এ সপ্তাহেই ছাড়পত্র পেয়ে যাবে সিনেমাটি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কথা বেশি কাজ কম ২ সিটির ‘ভোট জালিয়াতি’র তরিকা জানালেন আ.লীগ নেতা এসব খুচরা এমপি আমি পকেটে রাখি চাল ডাল আলু ডিম জোগাতেই গলদঘর্ম রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না ৮৫ শতাংশ রোগী কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই বাস্তবতা মেনে নিয়ে পুনঃসংযোগ স্থাপন ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করবে আবুধাবি গ্রুপ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ, শাস্তির মুখে কোম্পানি ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বগুড়ার কোল্ড স্টোরে পাঁচ লাখ ডিম মজুদ! আদালতে নিপুণের রিট, কড়া বার্তা মিশার দেশে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা