অবরোধ সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল – U.S. Bangla News




অবরোধ সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৩ | ৮:৪৪
তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার মিরপুর, বাড্ডা, আগারগাঁও, পল্লবী, রমনা, নয়াবাজার, যাত্রাবাড়ী ও ডেমরায় পৃথকভাবে এসব মিছিল করেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এ কর্মসূচি আয়োজন করে। এদিন সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি ৬০ ফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, অ্যাডভোকেট আব্দুর রকীব, রিমন তমাল, গাজী মোহাম্মদ হাফিজ, শাহজালান ও জামাল উদ্দীন,

ছাত্রনেতা আসাদুজ্জামন, তানভীর ও মওদুদ আহমদ প্রমুখ। এদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে বাড্ডায় অবরোধ করে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে আগারগাঁওয়ে সড়কপথ অবরোধ করে ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. মো. ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এ সময় পুলিশ অবরোধস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেন এবং দলটির তিনজন কর্মীকে আটক করে। এছাড়া মিরপুর ১১-তে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের কর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন। অপরদিকে সকালে রাজধানীর রমনা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত

ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, মুতাসিম বিল্লাহ, মুহাম্মদ নুরুদ্দিন, ইমাম হোসেন প্রমুখ। এছাড়া সকালে বাবুবাজার-নয়াবাজার এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এ মিছিল হয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না