অক্সিজেনের পাইপ নিয়ে অটোরিকশা চালানো সেই সেন্টু আর নেই – U.S. Bangla News




অক্সিজেনের পাইপ নিয়ে অটোরিকশা চালানো সেই সেন্টু আর নেই

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ৫:০১
অক্সিজেনের পাইপ নাকে লাগিয়ে অটোরিকশা চালানো রাজশাহীর সেই মাইনুর জামান সেন্টু (৫৬) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি গত ১৬ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে ভাইয়ের বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়। সেন্টুর মেয়ে আঁখি খাতুন জানান, তার বাবা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এ ছাড়া তার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছিল। এ জন্য তার বাবা জটিল শ্বাসকষ্টসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর পর তার বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে অসুস্থ বাবাকে আঁখি হাসপাতাল থেকে তার চাচার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তার বাবার মৃত্যু হয়। এরপর বাদ মাগরিব

মহানগরের হেতেম খাঁ বড় মসজিদ প্রাঙ্গণে তার বাবার জানাজা হয়। জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানেই তার বাবার মরদেহ দাফন করা হয়। অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালানোর খবর গত বছর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর রাজশাহীসহ সারা দেশের মানুষ সেন্টুর করুন জীবনগাঁথা জানতে পারেন। এরপর রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ রিকশাচালক সেন্টুকে রামেক হাসপাতালে দেখতে যান। সেখানে গিয়ে তিনি সেন্টুর চিকিৎসাভার গ্রহণ করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সেন্টুর চিকিৎসার সব খরচ বহনও করা হয়। এ ছাড়া ওই সময় গৃহহীন রিকশাচালক সেন্টু ও তার স্ত্রীকে বসবাসের জন্য আশ্রয়ণ প্রকল্প থেকে একটি বাড়িও বরাদ্দ দেন জেলা প্রশাসক। এরপর রাজশাহীর পবা উপজেলার বড়গাছিতে

নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ওই বাড়িতেই স্ত্রী চম্পা বেগমকে নিয়ে বসবাস করতেন রিকশাচালক সেন্টু। তবে দীর্ঘ অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু এবার চিকিৎসা শেষে আর ফিরতে পারেননি তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের