৮০ হাজার টন সার গায়েব – U.S. Bangla News




৮০ হাজার টন সার গায়েব

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৩ | ৮:২৫
বিএডিসি’র ১১০ কোটি টাকা মূল্যের ৮০ হাজার টন এমওপি (পটাশ) সারের হদিস নেই। তার মধ্যে আশুগঞ্জ ঘাটে পোটন ট্রেডার্সের অধীনে ১১ হাজার টন ও কুষ্টিয়া ট্রেডার্সের অধীনে ১০ হাজার টন সারের হদিস মিলছে না। সেপ্টেম্বরে বিএডিসির গোপন তদন্তে আশুগঞ্জ ঘাটের ঘটনাটি উদ্ঘাটিত হলেও বিষয়টি চেপে রাখে কর্তৃপক্ষ। আশুগঞ্জ ঘাট ছাড়াও পোটন ট্রেডার্সের কাছে এখনো পাওনা প্রায় ৬০ হাজার টন এমওপি সার। এ সার কোথায় আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ জানে না। তবে সংশ্লিষ্টদের ধারণা, দুটি প্রতিষ্ঠান মিলে কালোবাজারে সার বিক্রি করে ১১০ কোটি টাকা আত্মসাৎ করেছে। জানা গেছে, কুষ্টিয়া ট্রেডার্সের মালিক ৮-১০ হাজার টন টিএসপি সার গত ৬ মাস ধরে

বিএডিসিকে বুঝিয়ে দিচ্ছে না। এ সারের মূল্য ২০ কোটি টাকা। বিএডিসির বিদেশ থেকে আমদানি করা এসব সার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন সার গুদামে পৌঁছানোর দায়িত্ব ছিল দুটি প্রতিষ্ঠানের। পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটন ও কুষ্টিয়া ট্রেডার্সের মালিক মো. মোখলেছুর রহমান। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন। এ সমিতির প্রভাব খাটিয়ে তিনি সারের ব্যবসায় দীর্ঘদিন ধরে অনিয়মের আশ্রয় নিচ্ছেন বলে অনেকেরই ধারণা। আশুগঞ্জ ঘাটে সারের হদিস নেই এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর একটি রিপোর্ট প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে বিসিআইসির আমদানিকৃত ৫৮২ কোটি টাকা মূল্যের ৭২ হাজার টন ইউরিয়া সার লুট করেছে পোটন

ট্রেডার্স। এ বিষয়ে ৩ জানুয়ারি একটি রিপোর্ট প্রকাশিত হয়। এ ব্যাপারে হাইকোর্ট দুদককে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরে বিএডিসির দায়িত্বে থাকা সাবেক যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম জানান, বিদেশ থেকে আমদানি করা সব ধরনের নন ইউরিয়া (টিএসপি/ডিএপি/এমওপি) সার দেশের বিভিন্ন পয়েন্টে লাইটার জাহাজের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স ও কুষ্টিয়া ট্রেডার্সের মাধ্যমে আশুগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াপাড়া ঘাটসহ দেশের বিভিন্ন ঘাটে সার পাঠানো হয়েছিল। ২০২০ সালে বিদেশ থেকে আমদানি করা এসব সার ২০২১ সালের মে মাসের মধ্যে পোটন ট্রেডার্সের পক্ষ থেকে দেশের বিভিন্ন সার গুদামে পাঠানোর কথা ছিল। পরিবহণের নানা ঝামেলা দেখিয়ে প্রতিষ্ঠান যথাসময়ে সার

গুদামে পৌঁছায়নি। তিনি বলেন বিষয়টি দেখার দায়িত্ব আমার ছিল না। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ পাঠানোর দায়িত্ব আমার ছিল কিন্তু ঘাট থেকে সার পাঠানোর তদারকি করত হেড অফিস কর্তৃপক্ষ। কি পরিমাণ সার পোটন ট্রেডার্সের কাছে পাওনা তা আমি বলতে পারব না। বিষয়টি জানতে চাইলে বিএডিসির সাবেক জেনারেল ম্যানেজার (সার ব্যবস্থাপনা) মো. ইব্রাহিম জানান, আমি যখন দায়িত্বে ছিলাম তার আগে ঘটনাটি ঘটে। পরে আমরা নভেম্বরে পোটন ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করি এবং তাকে এবার কাজ দেওয়া হয়নি। প্রতিষ্ঠান মালিক সার বুঝিয়ে দেবে বলে বারবার সময় নিয়েছেন। পরে দায়িত্বে আসা আরেক জেনারেল ম্যানেজার (সার ব্যবস্থাপনা) মো. আবদুল হালিম বলেন পোটন ট্রেডার্সের কাছে এমওপি সারের পাওনার পরিমাণ

এখনো সঠিকভাবে নিরূপণ করা হয়নি। তিনি এখনো কিছু কিছু সার পাঠাচ্ছেন গুদামে। তবে আনুমানিক ৮০ হাজার টন সার তার কাছে পাওনা বিএডিসির। এ সার কোথায় আছে আমরা জানি না। তিনি সারের সঠিক মজুত দেখাতে পারছেন না। বিষয়টি জানতে পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটনের মোবাইলে বারবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। তার কর্মচারী হারুনকে ফোন করা হলে তিনি বলেন, এসব বিষয়ে আমি কথা বলতে পারব না। সারের হিসাব পাওনা-দেনার বিষয় একমাত্র পোটন সাহেবই বলতে পারবেন বলে জানান তিনি। কুষ্টিয়া ট্রেডার্সের মালিক মোখলেছুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার আশুগঞ্জ ঘাটের প্রতিনিধি জামাল সরদার এ বিষয়ে কথা বলতে

রাজি হননি। বিএডিসির সদস্য পরিচালক আবদুস সামাদ জানান, পোটন ট্রেডার্স এখনো কিছু কিছু সার বুঝিয়ে দিচ্ছে। তবে যথাসময়ে গুদামে সার পৌঁছায়নি একথা সত্য। পোটন বারবার সময় নিয়ে কালক্ষেপণ করায় তাকে আমরা কালো তালিকাভুক্ত করেছি। সার পরিবহণের কাজ এবার তাকে দেওয়া হয়নি। পাওনা সার শিগগিরই বুঝিয়ে না দিলে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অফিসিয়ালভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে