৭১-এ গণহত্যা: প্রথমবারের মতো জাতিসংঘে প্রদর্শনী – U.S. Bangla News




৭১-এ গণহত্যা: প্রথমবারের মতো জাতিসংঘে প্রদর্শনী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৩ | ১০:০২
১৯৭১ সালে গণহত্যার চিত্র ও কাহিনী প্রথমবারের মতো নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে প্রদর্শিত হচ্ছে। ‘বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণে’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে সেই দিনের নৃশংসতা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তা, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিসহ মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে- উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ১৯৭১ সালে দখলদার বাহিনী এবং তাদের সহযোগীরা আমাদের জনগণের বিরুদ্ধে

যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল- তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে এ প্রদর্শনীর আয়োজনে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাই।’ জাতিসংঘে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত অন্যান্য রাষ্ট্রদূত এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত মুহিত বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শেয়ার করার (জানানো) জন্য আমাদের আরও প্রচেষ্টা দরকার। এটি শুধু ১৯৭১ সালের গণহত্যার অত্যাবশ্যকীয় স্বীকৃতি নিশ্চিত করতে সাহায্য করবে না বরং গণহত্যা ও অন্যান্য নৃশংসতামূলক অপরাধ প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রদর্শনীতে ১৯৭১ সালের গণহত্যার ২৭টি ছবি দেখানো হয়েছে, যার সঙ্গে

সংশ্লিষ্ট ঐতিহাসিক আখ্যান মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের সংগ্রহ থেকে প্রদান করেছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী