৫০০ রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়ে দেশে ফিরে যাচ্ছে মিয়ানমারের প্রতিনিধি দল – U.S. Bangla News




৫০০ রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়ে দেশে ফিরে যাচ্ছে মিয়ানমারের প্রতিনিধি দল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ১০:২৬
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে গত সাত দিনে মাত্র ৫০০ জনের সাক্ষাৎকার নিয়ে বুধবার দেশে ফিরে যাচ্ছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামসু দৌজা জানান, প্রত্যাবাসেনর জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত মিয়ানমার প্রতিনিধি দল ৫০০ রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে। তাঁদের পরবর্তী পদেক্ষেপের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বুধবার সকালে নৌপথে প্রতিনিধি দলটির দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। গত ১৫ মার্চ স্পিডবোটে নাফ নদ পেরিয়ে ২২ সদস্যের দলটি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ এর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ পৌঁছে। সে সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছিলেন, মিয়ানমার প্রতিনিধি

দল প্রাথমিক অবস্থায় ৪২৯ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে তাঁদের তথ্য যাচাই করবেন। আরআরআরসি কার্যালয় জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত টেকনাফের জাদিমুড়া ও লেদা ক্যাম্পের ১৬ পরিবারের ৪০ জন রোহিঙ্গার সাক্ষাৎ নেওয়া হয়। এর আগের দিন ২১ পরিবারের ৮৬ জন, গত রোববার ২৬ পরিবারের ৭০ জন, শনিবার ২৩ পরিবারের ৬০ জন, গত শুক্রবার ১৬ পরিবারের ৭০ জন, গত বৃহস্পতিবার ২৩ পরিবারের ৭০ জন এবং গত বুধবার ২৩ পরিবারের ৯০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাই করা হয়। সব মিলিয়ে গত সাত দিনে তথ্য যাচাই হয়েছে ১৪৭টি পরিবারের প্রায় ৫০০ জন রোহিঙ্গার। সাক্ষাৎকার দিতে আসা জাদিমুরা রোহিঙ্গা শিবিরের নেতা বজলুল রহমান জানান, প্রতিনিধি দল

রোহিঙ্গাদের সবার কাছে প্রায় একই রকমের তথ্য জানতে চায়। সাক্ষাৎকার প্রার্থীর বাড়ি রাখাইনের কোন গ্রামে ছিল, সেখানকার মেম্বার, চেয়ারম্যান কে ছিলেন, সেখানে থাকতে কতজন সন্তান ছিল, বাংলাদেশে আসার পর কতজন ছেলেমেয়ে জন্ম নিয়েছে? রোহিঙ্গারা আর বাংলাদেশে থাকতে চায় না উল্লেখ করে বজলুল রহমান বলেন, আমরা দেশে ফিরে যেতে চাই। কিন্তু এভাবে যেতে আর যাতে মিয়ানমার থেকে আমাদের পালাতে না হয়। এখনই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হলে আমরা দাবিগুলো তুলে ধরবো। নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়গুলো আমরা আগে থেকেই দাবি জানিয়ে আসছি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী