২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন পেল টিসিবি

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন পেল টিসিবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২২ | ৭:২৯
৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সরকারের অনুমোদন পেয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ৮ হাজার টন মসুর ডাল কেনারও অনুমোদন পেয়েছে সরকারি সংস্থাটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৯টি প্রস্তাব তুলে ধরা হয়। সব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রয়েছে চারটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি। তিনি জানান, অনুমোদন দেওয়া ৯ প্রস্তাবে মোট অর্থের পরিমাণ হচ্ছে ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা। এতে মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা এবং এডিবি, জাইকা ও দেশীয় ব্যাংকের ঋণ ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে ৪৪ লাখ লিটার তেল কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য মোট ৮১ কোটি ১৮ লাখ টাকা খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। তিনি জানান, একইভাবে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য খরচ হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। আর আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩৭ টাকা ৯৪ পয়সা। এছাড়া ভারতের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা খরচ হবে- জানান অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার ইসির নেই : প্রধান নির্বাচন ব্রয়লার মুরগির দাম কমে ২০০ টাকা কেজি বাংলাদেশে সৌদি দূতাবাস এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদির আরামকো চীনের বৃহৎ তেল শোধন কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনল পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল মেক্সিকোতে অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০ অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের জামিন স্থগিতই থাকছে শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বৃষ্টির ধাক্কা চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল থমকে আছে নামিদামি সব শেয়ারের জমে উঠেছে কলকাতার ইফতার বাজার সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত শিক্ষার্থীকে কান-মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না : হাইকোর্ট একাদশে নেই জামাল-এলিটা, অধিনায়ক তপু নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান বাংলাদেশের চিত্র তুলে ধরলেন ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা রোমে স্বাধীনতার ৫২ তম বার্ষিকী এবং জাতীয় দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে 53তম স্বাধীনতা দিবস উদযাপিত বিক্ষোভের মুখে সংস্কার বিল সাময়িক স্থগিত নেতানিয়াহুর