১৬ বছর পর জাতীয় পার্টির ইফতারে বিএনপি ও জোটের নেতারা – U.S. Bangla News




১৬ বছর পর জাতীয় পার্টির ইফতারে বিএনপি ও জোটের নেতারা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৩ | ৪:১৭
বিএনপির সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে এই ভালো তো এই মন্দ। একে অপরের সামাজিক অনুষ্ঠানও তারা এড়িয়ে চলেন। ১৬ বছরে এই প্রথম জাতীয় পার্টির ইফতারে অংশ নিয়েছে বিএনপি ও তাদের আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের কয়েকজন সিনিয়র নেতা। রোববার রাজনীতিবিদ ও কূটনীতিকদের নিয়ে ইফতার আয়োজন করে জাতীয় পার্টি। ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই ইফতারে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খান। তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী ও আবদুস সালাম। ২০০৭ সালের ১১ জানুয়ারিতে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম

জাতীয় পার্টির ইফতারে অংশ নেন বিএনপি নেতারা। হঠাৎ জাতীয় পার্টির ইফতারে বিএনপির অংশগ্রহণ রাজনীতিতে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। ১৯৯৯ সালে বিএনপির সঙ্গে চার দলীয় জোটে থাকা জাতীয় পার্টির আমন্ত্রণে ইফতারে আসার কথা জানিয়ে আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর আমরা এলাম। ‘ ইফতারে বিএনপির নেতাদের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু শুভেচ্ছা বিনিময় করেন। রাজনীতিকদের মধ্যে ইফতারে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিএনপির আন্দোলন সঙ্গী জেএসডির সভাপতি আসম আবদুর রবও দীর্ঘদিন পর জাতীয় পার্টির কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণফোরামের সভাপতি

মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আব্দুল মান্নান, এবি পার্টির আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ছিলেন। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, এ বিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে