১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি

১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) তুলে দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন থেকে এসব প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ এক শতাংশ কমতে পারবে।
শেয়ারবাজারে গতি ফেরাতে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এ সিদ্ধান্ত নিয়ে বুধবার বিএসইসি এ নির্দেশনা জারি করেছে।
এর আগে শেয়ারবাজারে ভয়াবহ দরপতন দেখা দিলে গত ২৮ জুলাই প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস বেধে দেয় বিএসইসি। এতে শেয়ারবাজারে দরপতন কিছুটা কমে।তবে লেনদেন আশঙ্কাজনকভাবে কমে যায়। এমন পরিস্থিতিতে ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত দিল বিএসইসি।
যে ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো- সেগুলোর