
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
হ্যালো… মেসি আমাদের আনন্দে ভাসিয়েছে

চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া এখন অভিনয়ে নিয়মিত। সিনেমার পাশাপাশি নাটক এবং বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
ADVERTISEMENT
* দীর্ঘ ছয় বছর আপনাকে সিনেমা পর্দায় দেখা যায়নি। কীভবে ফিরে আসছেন?
** ছয় বছর পর্দায় নেই, তার মানে এই নয় যে আমি ছয় বছর কাজ করছি না। আমি কিন্তু নিয়মিতই কাজ করছি। হ্যাঁ, এটা ঠিক, কয়েক বছর বিরতিতে ছিলাম। গত তিন বছর নিয়মিত কাজ করছি। এরমধ্যে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। তাই আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। নতুন বছরের শুরুতেই ‘কথা দিলাম’
নামে একটি সিনেমা মুক্তি পাবে। এ সিনেমার মাধ্যমে দর্শকরা পুরোনো কেয়াকে নতুন রূপে পাবেন। * হাতে থাকা অন্য সিনেমার খবর কী? ** বর্তমানে আমার হাতে পাঁচটি সিনেমা আছে। এর মধ্যে ‘ইয়েস ম্যাডাম’ নামের সিনেমাটিও কিছুদিন পর মুক্তি দেওয়া হবে বলে শুনেছি। ‘কাঠগোলাপ’ নামে আরেকটি সিনেমা শুটিং শেষে সম্পাদনার ঘরে আছে। আরও কয়েকটি সিনেমার শুটিংও প্রায় শেষ। এগুলো নতুন বছরে ধারাবাহিকভাবেই মুক্তি দেওয়া হবে। এ ছাড়া নতুন কয়েকটি সিনেমাতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর কাজও শিগ্গির শুরু করব। * বছরজুড়ে সিনেমাঙ্গনে কাজের বাইরে ব্যক্তিগত চর্চা বেশি হয়েছিল। বিষয়টি কীভাবে দেখছেন? ** এটা ঠিক, চলতি বছর সিনেমার চেয়ে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে বেশি চর্চা হয়েছে। এটি সত্যিই
সিনেমার জন্য শুভকর নয়। তারপরও যেহেতু ঝামেলাগুলো হয়েই গেছে এগুলো নিয়ে বসে থাকলে চলবে না। নতুন বছরে আশা করি নতুন নতুন কাজ নিয়ে শিল্পীরা দর্শকদের সামনে হাজির হবে। * আপনার প্রিয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। অনুভূতি কেমন? ** খেলার শেষ সেকেন্ড পর্যন্ত ছিল চরম উত্তেজনার। তবে সব ক্লান্তি আর রুদ্রশ্বাসের পর প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ বিজয়ী হয়েছে। মেসি আমাদের আনন্দে ভাসিয়েছে। এ অনুভূতির কথা বলে শেষ করা যাবে না।
নামে একটি সিনেমা মুক্তি পাবে। এ সিনেমার মাধ্যমে দর্শকরা পুরোনো কেয়াকে নতুন রূপে পাবেন। * হাতে থাকা অন্য সিনেমার খবর কী? ** বর্তমানে আমার হাতে পাঁচটি সিনেমা আছে। এর মধ্যে ‘ইয়েস ম্যাডাম’ নামের সিনেমাটিও কিছুদিন পর মুক্তি দেওয়া হবে বলে শুনেছি। ‘কাঠগোলাপ’ নামে আরেকটি সিনেমা শুটিং শেষে সম্পাদনার ঘরে আছে। আরও কয়েকটি সিনেমার শুটিংও প্রায় শেষ। এগুলো নতুন বছরে ধারাবাহিকভাবেই মুক্তি দেওয়া হবে। এ ছাড়া নতুন কয়েকটি সিনেমাতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর কাজও শিগ্গির শুরু করব। * বছরজুড়ে সিনেমাঙ্গনে কাজের বাইরে ব্যক্তিগত চর্চা বেশি হয়েছিল। বিষয়টি কীভাবে দেখছেন? ** এটা ঠিক, চলতি বছর সিনেমার চেয়ে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে বেশি চর্চা হয়েছে। এটি সত্যিই
সিনেমার জন্য শুভকর নয়। তারপরও যেহেতু ঝামেলাগুলো হয়েই গেছে এগুলো নিয়ে বসে থাকলে চলবে না। নতুন বছরে আশা করি নতুন নতুন কাজ নিয়ে শিল্পীরা দর্শকদের সামনে হাজির হবে। * আপনার প্রিয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। অনুভূতি কেমন? ** খেলার শেষ সেকেন্ড পর্যন্ত ছিল চরম উত্তেজনার। তবে সব ক্লান্তি আর রুদ্রশ্বাসের পর প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ বিজয়ী হয়েছে। মেসি আমাদের আনন্দে ভাসিয়েছে। এ অনুভূতির কথা বলে শেষ করা যাবে না।