
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র

বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’

বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর

জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু

হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী

আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য

ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জুম মিটিং
সোহরাওয়ার্দীতে বিশাল ছাত্রজমায়েত, চলছে ছাত্রলীগের সমাবেশ

ছাত্রলীগের সমাবেশ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির নেতাকর্মীদের ঢল নেমেছে। বিশাল ছাত্রজমায়েতে কিছুক্ষণ পরই বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল ৩টায় শুরু হয়েছে এই সমাবেশ। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে অবস্থান নেন। বৃষ্টি বাধা উপেক্ষা করে তারা সেখানে জড়ো হন। নেতাকর্মীদের অনেকে মাঠেই জুমার নামাজে অংশগ্রহণ করেন।
সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
মূলত জুমার নামাজের পর ছাত্রলীগের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। উদ্যানের আশপাশের এলাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর ও শাহবাগ দিয়ে মিছিল নিয়ে এখনও সামবেশস্থলে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আয়োজকরা আশা
করছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি নেতাকর্মী ও শিক্ষার্থী যোগ দেবেন। এতে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এই শপথ নেবেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
করছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি নেতাকর্মী ও শিক্ষার্থী যোগ দেবেন। এতে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এই শপথ নেবেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।