
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

মাহাবুব উল আলম হানিফ এমপির প্রধান অথিতীতে হরিনারায়পুর ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়

লিফট কিনতে তুরস্কে যাওয়া স্থগিত

রুমায় কেএনএফ ক্যাম্পে অভিযানের সময় বিস্ফোরণে সেনাসদস্য নিহত

আদালত পরিবর্তনে জাপানি শিশুদের বাবার আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

আমি গরিবের সন্তান, জানি গরিব হওয়া কতটা কষ্টের: অর্থমন্ত্রী

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন ‘ক্যাসিনো সম্রাট’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা
সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসন শুক্রবার নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ডিসপ্লে, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্যের সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব প্রমূখ।
পরে কুচকাওয়াজ ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়।
এছাড়াও পঙ্গু মুক্তিযুদ্ধাদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।