
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম

ভোটের প্রস্তুতি জাতীয় পার্টির প্রাথমিক লক্ষ্য এককভাবে ৩০০ আসনেই প্রার্থী

ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ

দুই আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ

খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করুন: জামায়াত

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

ছাত্রলীগ শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে: নুর
সেচ্ছাসেবক লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নির্যাতিত পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় কয়েক'শ নারী- পুরুষ অংশগ্রহণ করে।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মাকসুদ হাওলাদারের পিতা শাহে আলম হাওলাদার প্রতিবাদ সমাবেশে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত শুক্রবার রাতে প্রতিপক্ষ আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাকসুদ হাওলাদারের ওপর হামলা করে। এসময়
সন্ত্রাসীরা মাকসুদ হাওলাদারকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে এলাকাবাসী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সন্ত্রাসীরা মাকসুদ হাওলাদারকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে এলাকাবাসী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।