সেই ঘটনার কারণেই কি লখনৌ ছাড়লেন রাহুল – ইউ এস বাংলা নিউজ




সেই ঘটনার কারণেই কি লখনৌ ছাড়লেন রাহুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ৮:১০ 86 ভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত কয়েক মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন লোকেশ রাহুল। দলটির নেতৃত্বও দিয়েছেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। আইপিএলের গত আসরে প্লে-অফে পৌঁছার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল লখনৌয়ের। কঠিন চাপের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে যা ঘটেছিল তা অকল্পনীয়। সেদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে লখনৌ করে ১৬৫ রান করে। এই রান করতেই হিমশিম খেতে হয়েছিল লখনৌকে, অথচ এই রান হায়দরাবাদ টপকে যায় মাত্র ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে। ডাগআউটে বসে থেকে দলের পরাজয় দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান লখনৌর ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দল হেরে যাওয়ায় অধিনায়ক লোকেশ রাহুলকে মেজাজ হারিয়ে বকাঝকা

করেন টিমের মালিক গোয়েঙ্কা। সেই ঘটনা নিয়ে এবারের আইপিএলের নিলামের আগেই বিতর্ক শুরু হয়েছে। এবারের আসরের জন্য লখনৌ অধিনায়ক লোকেশ রাহুলকে রিটেইন করেনি। যে কারণে নিলামে নতুন দলে খেলতে পারবেন ভারতীয় তারকা ব্যাটসম্যান। গত আসরের সেই ঘটনা নিয়ে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘আমি স্বাধীনতা চেয়েছিলাম। সেই কারণেই দল ছেড়েছি। লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবারের আসরে রাহুলকে রিটেনশনে না রাখায় প্রশ্ন ওঠে, দল তাকে মুক্তি দিল? নাকি তিনি নিজেই লখনৌ ছাড়লেন? এমন প্রশ্নের জবাবে লোকেশ রাহুল জানিয়েছেন, আমি নতুন করে শুরু করতে চাই। আমি আমার অপশনগুলো দেখতে চাই। এমন জায়গায় গিয়ে খেলতে চাই, যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশটা

একটু আরামদায়ক হবে। কিছু সময় অন্যত্র গিয়ে ভালো কিছুর চেষ্টা করতে হয়। আমি কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে দলেরও বাইরে। লোকেশ রাহুল আরও বলেন, আমি জানি যে আমি এখন কোথায় আছি। আর জাতীয় দলে ফিরতে হলে আমাকে কী করতে হবে। আমি আইপিএল মৌসুমের দিকে তাকিয়ে আছি। সেটাই আমাকে জাতীয় দলে ফিরতে সাহায্য করতে পারে। নিশ্চিতভাবে জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরাটাই আমার লক্ষ্য। প্রসঙ্গত, চলতি মাসের ২৪ এবং ২৫ নভেম্বর আরব আমিরাতের জেদ্দায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২২ বছরের সংসার ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর ইন্তেকাল বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই যে কারণে বরখাস্ত হলেন এনবিআরের ৮ কর্মকর্তা নিবন্ধন আবেদন: সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ ৫৫৬ কোটি ব্যয়ে এক কার্গো এলএনজি কিনছে সরকার সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু সুদানে আরএসএফ-র হামলায় নিহত ৩০০ বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান সরকার মাতারবাড়ীতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করবে দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ চরমপন্থিদের হাতে খুন, জেলে বসে পরিকল্পনা!