সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের ছয় পাইলট নিহত

যুদ্ধের মধ্যে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়ে গেলো ইউক্রেনের। খবরে বলা হয়েছে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর ৬ জন পাইলট নিহত হয়েছেন। তবে কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। কারো কারো ধারণা রুশ বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, একসঙ্গে দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় জন পাইলট নিহত হয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনে একটি মিশনে যোগ দিয়েছিলেন। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অপরদিকে দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিহত সবাই পাইলট ছিলেন।
বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বলেছে, ‘ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি
মিশন চালানোর সময় নিহত হয়েছেন।’ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে গত মঙ্গলবার। তবে এ ব্যাপারে জানানো হয় বুধবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিশন চালানোর সময় নিহত হয়েছেন।’ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে গত মঙ্গলবার। তবে এ ব্যাপারে জানানো হয় বুধবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।