শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বৃষ্টির ধাক্কা – U.S. Bangla News




শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বৃষ্টির ধাক্কা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৩ | ৪:২৯
২০১৯ বিশ্বকাপের মতই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলের। আইসিসি সুপার লিগের শীর্ষ আট দল খেলবে সরাসরি, বাছাইপর্বের বাধা টপকে আসতে হবে দুটি দলকে। ইতোমধ্যে স্বাগতিক ভারতসহ ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান। বাকি একটি জায়গার জন্য লড়াই চলছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মধ্যে। সে লড়াইয়ে বড়সড় ধাক্কাই খেয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। হেরে যায় ১৯৮ রানের বড় ব্যবধানে। সমতায় ফেরার মিশনে আজ লড়াই করার সুযোগই পায়নি সফরকারী দল। বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে এদিন একটি বলও মাঠে গড়ায়নি। এতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করে দেন

দায়িত্বরত আম্পায়াররা। এতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার শঙ্কায় পড়ে গেছে লঙ্কানরা। তিন ম্যাচের সিরিজ থেকে লঙ্কানদের দরকার ছিল ৩০ পয়েন্ট। এক ম্যাচে হার ও আরেক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী পাঁচ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে ৮২ পয়েন্ট লঙ্কানদের। শেষ ম্যাচ জিতলে ৯২ পয়েন্ট নিয়ে উঠবে ৮ নম্বরে উঠবে তারা । কিন্তু লঙ্কানরা সেটি ধরে রাখতে পারবে কিনা তা নির্ভর করবে অন্য দলগুলোর ওপর। ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দশে। প্রোটিয়াদের বাকি থাকা দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিতলে ৯৮ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে

দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাছাই খেলতে হবে শ্রীলঙ্কাকেও। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল নিয়ে হবে ২০২৩ বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব থেকে যোগ দেবে আরও ২ দল। শ্রীলঙ্কার স্বপ্ন অনেকটা নির্ভর করছে নেদারল্যান্ডসের হাতে। ডাচরা যদি প্রোটিয়াদের এক ম্যাচে হারিয়ে দিতে আরে আর শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারায় তবে ১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়নরাই সরাসরি খেলবে বিশ্বকাপে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী