শেয়ারবাজারে বীমা খাতের দাপট




শেয়ারবাজারে বীমা খাতের দাপট

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:২৪
শেয়ারবাজারে বীমা খাতের দাপট তুঙ্গে। চলতি সেপ্টেম্বরের প্রথম দিন থেকে বীমা খাত লেনদেনে একক প্রাধান্য বিস্তার করে। দিনে দিনে তা বেড়ে চলেছে। রোববার এ খাতের লেনদেনে ভর করে প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন গত ২০ জুলাই বা প্রায় দুই মাস পর আটশ কোটি টাকা ছাড়িয়েছে। এ লেনদেনের অর্ধেকেরও বেশি শুধু বীমার শেয়ারে। গতকাল ডিএসইতে ৩২৬ কোম্পানির ৮৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে শুধু বীমা খাতের ৫৭ কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫৫ দশমিক ৬০ শতাংশ। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, মনে হচ্ছে শেয়ারবাজারে এখন বীমার শেয়ারের বাইরে আর কোনো শেয়ার নেই। বিনিয়োগকারী

ও ব্রোকারেজ হাউস কর্মকর্তাদের সবার চোখ বীমা কোম্পানির শেয়ারে। ২০২০ সালের শেষ অর্ধে এমন অবস্থা ছিল। তখনও বীমার শেয়ার নিয়ে বড় কারসাজি হয়েছিল, এখনও হচ্ছে। তারা আরও বলেন, গাড়ি বীমা বাধ্যতামূলক করে নতুন আইন আসছে এবং ব্যাংকাস্যুরেন্স নীতিমালাও শিগগিরই সংশোধন হয়ে কার্যকর হবে– এমন দুই ইস্যুকে কেন্দ্র করে শেয়ারবাজারের একাধিক চক্র এসব শেয়ারের দর বাড়াচ্ছে। ২০২০ সালের কারসাজিতে যারা যুক্ত ছিল, এখনও তারাই কারসাজির সঙ্গে যুক্ত। এদের কারণে গত দুই সপ্তাহে কয়েকটি বীমার শেয়ারে ৫০-৬০ শতাংশ পর্যন্ত দর বেড়েছে। ২০২০ সালের কারসাজিতে কোনো কোনো বীমা কোম্পানির শেয়ার দর মাত্র চার থেকে ছয় মাসে ১০ থেকে ১৫ গুণ হয়েছিল। তবে গতকাল যে হারে

লেনদেন বেড়েছে, সেই হারে বীমার শেয়ারদর বাড়েনি। তালিকাভুক্ত ৫৭ বীমা কোম্পানির সবক’টিরই কম-বেশি কেনাবেচা হয়েছে। এর মধ্যে ফারইস্ট লাইফ, ন্যাশনাল লাইফ, পদ্মা লাইফ, প্রগ্রেসিভ লাইফ, সানলাইফ, ইসলামী কমার্শিয়াল এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস বা আগের দিনের মূল্যে কেনাবেচা হয়েছে। বাকি ৫২ শেয়ারের মধ্যে শেষ পর্যন্ত ২৮টির দর বেড়েছে, কমেছে ২২টির। তার পরও গড়ে সোয়া ১ শতাংশ হারে বেড়েছে বীমা খাতের শেয়ার দর। বীমার বাইরে তথ্য-প্রযুক্তি এবং কাগজ ও ছাপাখানা খাতে দর হারানো শেয়ার সংখ্যার তুলনায় দর বৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যা বেশি ছিল। উভয় খাতের ১০ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ছয়টির দর কমেছে। বাকি সব খাতের ফ্লোর প্রাইসের ওপরে থাকা অধিকাংশ

শেয়ার দর হারিয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিচারকের সই জাল করে পালাল আদালতের দুই পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩ রোগী ১৬৪ অবৈধ হাসপাতাল-ক্লি‌নিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের তথ্যের বিষয়ে যা বলল বিজিএমইএ মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের হামলা ভাঙচুর লুট নেলসন ম্যান্ডেলার নাতনি মারা গেলেন ক্যানসারে ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে খুশি করতে চাঁদের বিরুদ্ধে রায়: মিনু দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০ কয়লাখনি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের তৃতীয় কমিটির অভিষেক ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস: বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন পালটাপালটি আলটিমেটাম বাড়তি ব্যয় এক হাজার কোটি টাকার বেশি