শাহীনবাগের ঘটনা নিয়ে যা জানাল মার্কিন দূতাবাস – U.S. Bangla News




শাহীনবাগের ঘটনা নিয়ে যা জানাল মার্কিন দূতাবাস

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২২ | ১২:১৬
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর রোববার গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল। অনুষ্ঠানটিতে প্রতিবাদকারীরা হস্তক্ষেপ করেছিল। ভবনের ভেতরে যেখানে রাষ্ট্রদূত অব্স্থান করছিলেন সেখানে তারা ঢোকার চেষ্টা করে। অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরেছিল। দূতাবাস বিষয়টি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র

দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। বিগত কয়েক বছরে ‘মায়ের কান্না’ নামক সংগঠনের কাছ থেকে দূতাবাসে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছে মার্কিন দূতাবাস। রাষ্ট্রদূত হাস গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নিরাপত্তা উদ্বেগের কারণে’ তিনি তড়িঘড়ি সাক্ষাৎ শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ওই দিন বিকেলে তিনি জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ‘নিরাপত্তাজনিত অনিশ্চয়তার’ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। উল্লেখ্য, ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ

দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয় ‘মায়ের কান্না’ সংগঠন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী