শরীফুল রাজকে হুমকি দিচ্ছেন কে?




শরীফুল রাজকে হুমকি দিচ্ছেন কে?

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৩ | ১০:৪০
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের সম্পর্ক তলানিতে পৌছেছে। দুজন এখন কারো ছায়া মাড়াতে চাচ্ছেন না। সংসার করবেন না—এমন সিদ্ধান্ত নিয়েই রাজের বাসা থেকে রাতের আঁধারে বেরিয়ে গেছেন পরীমনি। দুজনের পথ এখন ভিন্ন। রাজও জানিয়ে দিয়েছেন পরীর সঙ্গে তার আর বনিবনা হবে না। তাদের সংসার আর জোড়া লাগবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি। পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’ শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন।

নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন। শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন। মঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন। ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২১ সালের

১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ঢাকাই সিনেমার এক নায়িকাকে নিয়ে রাজ-পরীমনির মধ্যে টানাপোড়েন। এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে পরী তার ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে ওই নায়িকা বিষয়টি অস্বীকার করেছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি