
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর
রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল আইএইএ

রাশিয়া অভিযোগ করেছিল যে, ইউক্রেন তাদের পারমাণবিক কেন্দ্রে অস্ত্রশস্ত্র মোতায়েন করছে। তবে জাতিসংঘের এ সংক্রান্ত সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন।
ইউরোপিয়ান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির ডেপুটিদের এক সেশনে বক্তৃতা দিতে গিয়ে আইএইএ প্রধান বলেন, ‘আজ সকালে আমি আমার টিমকে নির্দেশ দিয়েছিলাম যাতে তারা ইউক্রেনের সহযোগিতায় সংশ্লিষ্ট পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করে এবং সেখানে আসলেই কোনো অস্ত্র মজুদ কিংবা স্থানান্তর করা হয়েছে কিনা- সেটা যেন তারা নিশ্চিত হন। তবে এই পরিদর্শনের ফলাফল নেগেটিভ (অর্থাৎ সেখানে কোনো অস্ত্র মজুদ করা হয়নি)।’
এ সময় গ্রোসি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ
করেন। কারণ রাশিয়া-নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্রটির আশপাশে যুদ্ধ চলছে। এমন প্রেক্ষাপটে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র আইএইএ। এ বিষয়ে সংস্থাটির প্রতি রাজনৈতিক সমর্থন সম্প্রসারণের জন্য ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান তিনি। ইয়েনি সাফাক জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন গ্রোসি। তিনি বলেন, দেশটির সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। প্রায় এক বছর ধরে তেহরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে হালনাগাদ তথ্য দিচ্ছে না।
করেন। কারণ রাশিয়া-নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্রটির আশপাশে যুদ্ধ চলছে। এমন প্রেক্ষাপটে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র আইএইএ। এ বিষয়ে সংস্থাটির প্রতি রাজনৈতিক সমর্থন সম্প্রসারণের জন্য ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান তিনি। ইয়েনি সাফাক জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন গ্রোসি। তিনি বলেন, দেশটির সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। প্রায় এক বছর ধরে তেহরান তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে হালনাগাদ তথ্য দিচ্ছে না।