
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

আমি গরিবের সন্তান, জানি গরিব হওয়া কতটা কষ্টের: অর্থমন্ত্রী

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন ‘ক্যাসিনো সম্রাট’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

গাজীপুরের কমিশনার নজরুলকে এপিবিএনে বদলি

৫০ বছরের দাদিকে বিয়ে করল ১৭ বছরের নাতি! অতঃপর…

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে থাকছে না নিষেধাজ্ঞা
রাজশাহীতে বিজয় দিবস উদযাপন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের নানা কর্মসূচিতে জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি করা হয়।
এর মধ্য দিয়ে রাজশাহী মহানগরে বিজয় দিবস উদযাপন শুরু হয়। তবে এর আগেই বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহিদ মিনার ও রাজশাহী কলেজ শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৭টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ্। এরপর রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
নগরীর অলোকার মোড়ের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি রাজশাহী কলেজের শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলে নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি করপোরেশন বনাম বিভাগীয় কমিশনার একাদশ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে এদিন পার্ক ও জাদুঘর বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। মহানগরীর বিভিন্ন পয়েন্টে চলচিত্র প্রদর্শনী ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য প্রদর্শন করা হয়। মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করে রাজশাহী কলেজসহ বিভিন্ন সংগঠন। এছাড়া সকল সরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাতে রাজশাহীর সকল সরকারি ভবনে শোভা পায় রঙিন আলোকসজ্জা।
এছাড়া মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহীতে জাতীয় পার্টি রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতাল, শিশুসদন ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিজয় দিবস উপলক্ষে পরিবেশন করা হয়েছে উন্নতমানের খাবার।