‘রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক বিদেশে, খালেদা বাসায়’

‘রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক বিদেশে, খালেদা বাসায়’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৩ | ৭:০২
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া বাসায় গিয়ে রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়েছেন। আর মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন তার ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার ভাই ও বোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করেছিলেন, হাসপাতাল থেকে বাসায় আনার জন্য। সাজাপ্রাপ্ত আসামিদের বাসায় গিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না। শেখ ফজলুল করিম সেলিম বলেন, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না। মুচলেকা দিয়েছে। অথচ বাসায় গিয়ে বলছে ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে? শেখ হাসিনার পতন ঘটাবে? এসব হল জনগণকে বিভ্রান্ত করা ও তাদের লোকদের কিছু খোরাক দেওয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরেন শেখ সেলিম। আওয়ামী লীগের এই নেতা বলেন, একুশে আগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের ৩০ বছর সাজা হয়েছে। মানিল্ডারিং মামলায় ৭ বছর সাজা হয়েছে। তারেক জিয়া কখনোই ঢাকায় আসবে না। ঢাকায় আসলে তাকে জেলে যেতে হবে। রাজনীতি তো দূরের কথা, কখনও নির্বাচনই করতে পারবে না। ‘রাষ্ট্র মেরামত’ নিয়ে বিএনপির রূপরেখার সমালোচনা করে তারেক রহমানকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশ মেরামত করতে চায়। আরে আগে তো তোমার মেরামত করা দরকার। তুমি পারলে বাংলাদেশে আস। তুমি যদি বাংলাদেশে আস, তাহলে জনগণ তোমাকে কীভাবে মেরামত করবে, অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে। কিন্তু আসবে না, ও কোনো দিন বাংলাদেশে আসবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়ে শেখ সেলিম বলেন, বিএনপি যদি একটার পর একটা নির্বাচন না করে তাহলে তাদের পরিণতি মুসলিম লীগ ও ভাসানী ন্যাপের মতো হবে। বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে বিপক্ষের শক্তি কখনোই বিজয়ী হতে পারে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম কতৃক বাংলাদেশের পতাকা উত্তোলন পরিবারের সবাই কোটিপতি তিন কারণে প্রাথমিকের পাঠ্যবই ছাপাবে অধিদপ্তর প্রবাসীদের উন্নয়নে জিহাদ ঘোষণা করলেও সিস্টেমের কারণে পারছি না: মন্ত্রী সুপ্রিমকোর্ট বারের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা, আ.লীগপন্থিদের প্রত্যাখ্যান ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অর্ধেক দামে নিত্যপণ্য বিক্রি হজ নিবন্ধনের সময় আবার বাড়ল স্মার্ট প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট আবার সরকার গঠন করতে পারেন শেখ হাসিনা পাকিস্তানে আটা নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৫ আলোচনায় বসতে আরও ৮ দলকে চিঠি দিল ইসি রাশিয়ার অর্থনীতিতে মন্দার শঙ্কা বৈশ্বিকভাবে জ্বালানির দাম কমলে দেশেও কমবে: তৌফিক-ই-ইলাহী ঈদেও পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ, বিকল্প রুটের ব্যবস্থা হচ্ছে ইলিশের উৎপাদন বাড়াতে যা করতে যাচ্ছে সরকার যুগান্তরের লাবলুর বিরুদ্ধে মামলার নিন্দায় যা বললেন ফখরুল কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতারে ছিলেন যারা শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়, প্রশ্ন মন্ত্রীর বিশ্বের বৃহত্তম বিস্কুট কারখানার মালিক জিন্নাহর নাতি! র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর পর মামলা আইনের অপব্যবহার: আইনমন্ত্রী