রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ‘নিরাপত্তায়’ থাকবে আ.লীগ – U.S. Bangla News




রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ‘নিরাপত্তায়’ থাকবে আ.লীগ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৩ | ৭:১৩
আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচির সঙ্গে ‘পালটাপালটি কর্মসূচি নয়, নিয়মিত কর্মসূচি’ নিয়ে জনগণের ‘নিরাপত্তায়’ দলের নেতাকর্মীরা মাঠে থাকবে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট ও গুরুত্বপূর্ণ স্থানে তারা সতর্ক পাহারায় থাকবে। পাশাপাশি রাজধানীর দুটি স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের নেতারা আরও বলেন, বিএনপির আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও আর সহিংসতা। সরকারি দল হিসাবে জনগণের জানমাল রক্ষা করা তাদের দায়িত্ব। তাই আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের ছাড় দেওয়া হবে না। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আন্দোলন-সংগ্রাম যে কেউ

করতে পারেন। কিন্তু কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। গণঅবস্থানের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে জনগণ কঠোর হাতে তা প্রতিহত করবে। কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে সতর্ক পাহারায় থাকবে। আরেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, অতীতে দেখেছি বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে। তাদের নৈরাজ্য ও সন্ত্রাসের হাত থেকে সাধারণ মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী ও আওয়ামী লীগ নেতা কেউ ছাড় পায়নি। কিন্তু আর বিএনপিকে এ সুযোগ দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। জানা গেছে, দুদিন আগে

বিএনপির অবস্থান কর্মসূচির দিন রাজধানীতে শান্তি সমাবেশের জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ পৃথক কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু মঙ্গলবার তারা পরিবর্তিত পৃথক কর্মসূচি ঘোষণা করে। নতুন এ কর্মসূচিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীতে দুটি আলোচনা সভা করা হবে। মিরপুর চিড়িয়াখানা রোডে ঈদগাঁও মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ। অন্যদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন ওয়ার্ড-ইউনিট ও থানার নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক

অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ছাত্রলীগের অবস্থান কর্মসূচি : বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শাহবাগ চত্বরে সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করবে ছাত্রলীগ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী