রাজধানীতে লেবুর হালি ৪০০ টাকা! – U.S. Bangla News




রাজধানীতে লেবুর হালি ৪০০ টাকা!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৩ | ৫:৪৩
রাজধানীর মিরপুরে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে প্রতি হালি লেবু ৪০০ টাকায় বিক্রি করছেন দোকান মালিক আশরাফ। সোমবার সরেজমিন মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের আশরাফের দোকানে গিয়ে দেখা যায়, লেবু ছাড়াও ওই দোকানে কলা, তরমুজ, দেশি মুরগি, বাঙ্গি, কদবেল, ডিম, আনারস, পেঁপে ও পেয়ারা বিক্রি হচ্ছে। আশরাফ জানান, তিনি গাজীপুর থেকে এই মালামাল (ফল-সবজি) কিনে এনে ৬ নম্বর কাঁচাবাজারে বিক্রি করেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই বাজারে ব্যবসা করছেন। দেশি ফলমূল ও সবজির জন্য অনেক ক্রেতাই দূর-দূরান্ত থেকে তার দোকানে আসেন। সোমবার সকালে এই ব্যবসায়ী অন্যান্য আইটেমেরে সঙ্গে বড় সাইজের ৩০টি লেবু বিক্রি করার জন্য

তার দোকানে তোলেন। এ সময় প্রতি হালি লেবুর দাম চাওয়া হয় ৪০০ টাকা। ব্যবসায়ী আশরাফ জানান, বড় সাইজের এই লেবুর নাম কলম্বিয়া লেবু। একেকটা লেবুর ওজনে ৩৫০ থেকে ৪০০ গ্রাম। এই লেবুতে রস কম হলেও ঘ্রান অনেক বেশি। আর লেবুর খোসা অনেক মোটা হওয়ায় এই খোসা সহজে খাওয়া যায়। মূলত খোসা আর ঘ্রাণের জন্য এই লেবুর চাহিদা অনেক বেশি। তিনি বলেন, মিরপুরে এই লেবুর ক্রেতা কম। গুলশানের দুইজন ক্রেতা রয়েছেন, যারা এই লেবু কিনতে তার দোকানে আসেন। বর্তমানে বাজারে কলম্বিয়া লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রোজা শুরু হওয়ার কয়েক দিন আগেও তিনি এ লেবুর হালি ২০০ টাকায় বিক্রি করেছেন। আশরাফ

জানান, সোমবার সকালে তিনি এক পিস লেবু ১০০ টাকায় বিক্রি করেছেন। কেউ এক হালি নিতে চাইলেও ফিক্সড ৪০০ টাকাই দিতে হবে।  
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী