রমিজকে খোঁচা ওয়াসিম আকরামের – U.S. Bangla News




রমিজকে খোঁচা ওয়াসিম আকরামের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৩ | ৫:৩৮
পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাকে খোঁচা দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাবেক পেসার বলেন, পিসিবির মুকুট হয়ে বসা ক্রিকেটারদের উচিত নয়। পিসিবি থেকে রমিজের বহিষ্কার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। সপ্তাহ খানেক আগে পিসিবি চেয়ারম্যানের পদ হারান রমিজ রাজা। এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ‘ছয় দিন হলো তিনি ফিরেছেন, এখন তিনি তার আসল জায়গায় ফেরত এসেছেন। নাজাম শেঠির (বর্তমান চেয়ারম্যান) অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, এটি একটি ভুল ধারণা যে, ক্রিকেটারদের পিসিবির চেয়ারম্যান হতে হবে। এটি একটি প্রশাসনিক জব, সুতরাং এখানে থাকতে হলে আপনার বোর্ডের সবার সঙ্গে ভালো যোগাযোগ থাকতে হবে।

এই পদের জন্য নাজাম শেঠি উপযুক্ত ব্যক্তি। মানুষ আমার ওপর রাগ হলো কি না- তাতে আমার কিছু যায় আসে না।’’ ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘নাজাম শেঠি খুবই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন। এটা নির্ভর করে উভয় সরকারের অনুমোদনের ওপর। আপনাকে সঠিকভাবে কথা বলতে হবে। এটা গলির ক্রিকেট নয় যে, আপনি বলবেন, যদি তোমরা না আস, তাহলে আমরা তোমাদের দেশে যাব না। আমি বুঝতে পারি না, এই শিশুরা কারা, যারা পাকিস্তান ক্রিকেট নিয়ন্ত্রণ করে।’’ প্রসঙ্গত, এর আগে ভারতের পক্ষ থেকে চলতি বছরের এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করা হয়। এর জবাবে

তৎকালীন পিসিবি বস রমিজ রাজা বলেন, ভারত যদি পাকিস্তানে না আসে, তাহলে আমরাও আইসিসি বিশ্বকাপে অংশ নেব না। আসছে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ এবং চলতি বছরই ভারতে আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে, ভারতের সঙ্গে বিষয়টি মিটমাট করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছে পিসিবি। আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে