যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন




যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৫৭
নবী হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার আয়োজন করেছে আন-নূর কালচারাল সেন্টার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিদিনের বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় গিফট কার্ড। সাধারণত সিরাত প্রতিযোগিতা মানে অনেকেই শুধু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যায়নই মনে করেন। অথবা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। কিন্তু গতানুগতিক সেই ধারার কিছুটা ব্যতিক্রম আয়োজন করতে যাচ্ছে মুফতি মুহাম্মাদ ইসমাঈল পরিচালিত আন নূর কালচারাল সেন্টার নিউইয়র্ক। এমন চমৎকার একটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজনের কারণ জানতে চাইলে আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ ইসমাঈল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের

মণিকোঠায় আছেন। তাকে নিয়ে প্রতিবছর সিরাত প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মুসলমানদের হজরত ঈসা আ. সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এ আয়োজন করেছি। বিষয়টির পরিপূর্ণ সুস্থতা না পাওয়া গেলেও, আমেরিকার মানুষেরা মনে করেন যে ঈসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন এই মাসে। খ্রিস্টান সমাজেও এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ধর্মীয় আয়োজন হয়ে থাকে। তাদের ভাষায় জিসাসের জীবনী তারা পড়াশোনা করে। এজন্যই আমরাও এই মাসকে বেছে নিয়েছি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আমেরিকার সাধারণ মানুষ বিশেষত মুসলমানদের স্পষ্ট ধারণা দিতে। এছাড়াও যেহেতু এখানে ঈসায়ী ধর্মের অনুসারী বেশি, তাই মুসলিম সমাজে ঈসা আ. সম্পর্কে কিছু ভুল বার্তা ছড়িয়ে পড়ছে। তাই

আমরা এবার হজরত ঈসা (আ.)-এর জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছি। আশাকরি এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে হজরত ঈসা আ. সম্পর্কে স্পষ্ট ধারণা পৌঁছবে। আন নূর কালচারাল সেন্টার তাদের ফেসবুক পেইজের মাধ্যমে এ আয়োজন করেছে। ডিসেম্বরের প্রতিদিন যুক্তরাষ্ট্র সময় দুপুর ১২টা থেকে পরের দিন দুপুর ১২টার মধ্যে সঠিক উত্তর প্রদানকারীদের একজন পাবেন একটি গিফট কার্ড। তবে এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষেরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি