যুক্তরাষ্ট্রে ওয়াসার এমডি তাকসিমের ১৪ বাড়ি নিয়ে যা বললেন হাইকোর্ট

যুক্তরাষ্ট্রে ওয়াসার এমডি তাকসিমের ১৪ বাড়ি নিয়ে যা বললেন হাইকোর্ট

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৬
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুদকে যে দুটি অভিযোগ করা হয়েছে, তা সংস্থাটি যাচাই-বাছাই করে দেখতে পারে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সোমবার প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। প্রতিবেদন তুলে ধরে খুরশীদ আলম খান স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার আরজি জানান। আদালত বলেন, ‘রুল দেওয়ার প্রয়োজনীয়তা দেখছি না। কেননা প্রতিবেদনে দেখা যাচ্ছে, দুজন ব্যক্তি দুদকে অভিযোগ করেছেন। অভিযোগ যাচাই-বাছাই করে দেখতে পারে। কারণ দুদকেই অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই প্রতিবেদনে কী আসে দেখেন।’ একপর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আদালতকে জানানোর কথা বলেন। তখন আদালত বলেন, প্রয়োজন মনে করলে জানাতে পারেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- ‘একটি-দুটি নয়, ১৪টি বাড়ি! দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে কিনেছেন এসব বাড়ি। সব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি ছাড়াবে। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাড়ি কেনার অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ার তথ্য তালাশে নেমেছে ইন্টারপোলসহ একাধিক গোয়েন্দা সংস্থা। বিপুল পরিমাণ অর্থে একের পর এক বাড়ি কেনার ঘটনায় দেশটির গোয়েন্দা তালিকায় সন্দেহভাজন হিসেবে তাকসিমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’ আরও বলা হয়- ‘যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায় তাকসিম খানের নাম থাকা নিয়ে সম্প্রতি দুটি অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। অভিযোগে কিছু বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা, ছবি, কোন বাড়ি কখন, কত টাকায় কেনা, তা উল্লেখ করা হয়েছে। তাকসিম সম্পর্কে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) “গভর্নমেন্ট ওয়াচ নোটিশ”-এর একটি কপি অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয় নেই: মার্কিন রাষ্ট্রদূত ভিডিও ফাঁসের পর রাজকে ফোন করে যা বলেন সুনেরাহ এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্সের ৯০ ভাগই যাচ্ছে গ্রামে সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে সাবেক প্রেমিককে শিক্ষা দিতে গিয়ে… বাংলাদেশের ঋণমান কমিয়ে দিল মুডিস ইভাঙ্কা কি ট্রাম্পকে এড়িয়ে চলছেন? সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের এরদোগানের পুনঃনির্বাচনে কেমন হবে তুর্কি পররাষ্ট্রনীতি? সোলেমানের কাছেই শিরোপা হারানোর শঙ্কায় আবাহনী শিশুশিক্ষায় আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দল ও জোটের ঐক্যে জোর দেবে আ.লীগ সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে একমত বাইডেন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও ৮৪ জন হাসপাতালে