যশোরে তালপাতায় হাতেখড়ি

যশোরে তালপাতায় হাতেখড়ি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৩ | ১০:০৭
উৎসবমুখর পরিবেশে গুরুজনদের হাত ধরে ঐতিহ্যবাহী তালপাতায় হাতেখড়ির মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা করেছে তিন শতাধিক কোমলমতি শিশু। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার গুণী মানুষ উপস্থিত হয়ে শিশুদের হাত ধরে তালাপাতার ওপর লিখিয়ে বিদ্যা অর্জনের সূচনা করেন। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের পৌর পার্কে মাঠে বসেছিল শিশুদের মিলনমেলা। উদীচীর উদ্যোগে শহরের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের পর উদীচীর সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় এ উৎসব। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, স্কুল জীবনে জ্ঞানার্জনের শুরুতে সার্বজনীন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল জীবন যেন বোঝা না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এ শিক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে শিশুদের শিশুর মতো বড় হতে দিন। তিনি বলেন, সব কিছুতে প্রথম হতে হবে এমন মানসিক চাপ দিয়ে বড় করে তোলার প্রয়াস শিশুদের সুকুমার প্রবৃত্তি প্রকাশ বাধাগ্রস্ত হয়, যা কোনো অভিভাবকের কাম্য হতে পারে না। তিনি শিক্ষার শুরুতে শিশুদের নিয়ে এমন আয়োজন করায় উদীচীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদীচী যশোরের সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বরে বক্তব্য রাখেন যশোর পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সাংবাদিক মুক্তিযোদ্ধা একরাম-উদ্দ-দৌলা, সাংবাদিক মবিনুল ইসলাম মবিন, অক্ষর শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেস কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন উদীচী সাধারণ সস্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব। আয়োজকরা জানান, ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে হাতেখড়ি উৎসবের আয়োজন হয়ে আসছে। উৎসবে উদীচী যশোর পরিচালিত ‘অক্ষর শিশু শিক্ষালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপ্টিস্ট চার্চ বিদ্যালয়, অঙ্কুর কিন্ডারগার্টেন, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌমাছি স্কুল, ওয়াই ডাব্লিউ সি এ স্কুল, সেঞ্চুরি প্রিক্যাডেট স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর হাতেখড়ি হয়। আমন্ত্রিত অতিথি ও জেলার স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ শিশুদের হাতেখড়ি দেন। এর আগে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল থেকে অভিভাবকদের হাত ধরে পৌর পার্কে জড়ো হন কোমলমতি শিশুরা। অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আয়োজকরা শিশুদের হাতে তুলে দেন রঙবেরঙের বেলুন ও ফুল।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার ইসির নেই : প্রধান নির্বাচন ব্রয়লার মুরগির দাম কমে ২০০ টাকা কেজি বাংলাদেশে সৌদি দূতাবাস এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদির আরামকো চীনের বৃহৎ তেল শোধন কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনল পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল মেক্সিকোতে অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০ অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের জামিন স্থগিতই থাকছে শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বৃষ্টির ধাক্কা চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল থমকে আছে নামিদামি সব শেয়ারের জমে উঠেছে কলকাতার ইফতার বাজার সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত শিক্ষার্থীকে কান-মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না : হাইকোর্ট একাদশে নেই জামাল-এলিটা, অধিনায়ক তপু নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান বাংলাদেশের চিত্র তুলে ধরলেন ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা রোমে স্বাধীনতার ৫২ তম বার্ষিকী এবং জাতীয় দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে 53তম স্বাধীনতা দিবস উদযাপিত বিক্ষোভের মুখে সংস্কার বিল সাময়িক স্থগিত নেতানিয়াহুর