যশোরে তালপাতায় হাতেখড়ি – U.S. Bangla News




যশোরে তালপাতায় হাতেখড়ি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৩ | ১০:০৭
উৎসবমুখর পরিবেশে গুরুজনদের হাত ধরে ঐতিহ্যবাহী তালপাতায় হাতেখড়ির মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা করেছে তিন শতাধিক কোমলমতি শিশু। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার গুণী মানুষ উপস্থিত হয়ে শিশুদের হাত ধরে তালাপাতার ওপর লিখিয়ে বিদ্যা অর্জনের সূচনা করেন। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের পৌর পার্কে মাঠে বসেছিল শিশুদের মিলনমেলা। উদীচীর উদ্যোগে শহরের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের পর উদীচীর সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় এ উৎসব। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, স্কুল জীবনে জ্ঞানার্জনের শুরুতে সার্বজনীন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল জীবন যেন বোঝা না

হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এ শিক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে শিশুদের শিশুর মতো বড় হতে দিন। তিনি বলেন, সব কিছুতে প্রথম হতে হবে এমন মানসিক চাপ দিয়ে বড় করে তোলার প্রয়াস শিশুদের সুকুমার প্রবৃত্তি প্রকাশ বাধাগ্রস্ত হয়, যা কোনো অভিভাবকের কাম্য হতে পারে না। তিনি শিক্ষার শুরুতে শিশুদের নিয়ে এমন আয়োজন করায় উদীচীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদীচী যশোরের সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বরে বক্তব্য রাখেন যশোর পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, সাংবাদিক মুক্তিযোদ্ধা একরাম-উদ্দ-দৌলা, সাংবাদিক মবিনুল ইসলাম মবিন, অক্ষর শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেস কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন উদীচী সাধারণ সস্পাদক সাজ্জাদুর

রহমান বিপ্লব। আয়োজকরা জানান, ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে হাতেখড়ি উৎসবের আয়োজন হয়ে আসছে। উৎসবে উদীচী যশোর পরিচালিত ‘অক্ষর শিশু শিক্ষালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপ্টিস্ট চার্চ বিদ্যালয়, অঙ্কুর কিন্ডারগার্টেন, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌমাছি স্কুল, ওয়াই ডাব্লিউ সি এ স্কুল, সেঞ্চুরি প্রিক্যাডেট স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর হাতেখড়ি হয়। আমন্ত্রিত অতিথি ও জেলার স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ শিশুদের হাতেখড়ি দেন। এর আগে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল থেকে অভিভাবকদের হাত ধরে পৌর পার্কে জড়ো হন কোমলমতি শিশুরা। অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আয়োজকরা শিশুদের হাতে তুলে দেন রঙবেরঙের বেলুন ও ফুল।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে