ময়মনসিংহে নজর কেড়েছে দুই ব্যানার ও তোরণ – U.S. Bangla News




ময়মনসিংহে নজর কেড়েছে দুই ব্যানার ও তোরণ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৯:১৫
দীর্ঘ সাড়ে চার বছর পর ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বেলা তিনটায় শহরের সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে পুরো শহরে সাজসাজ রব বিরাজ করছে। শহরজুড়ে মাইকিংয়ের পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। ময়মনসিংহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় লক্ষাধিক ব্যানার, পোস্টার, তোরণ লাগিয়েছেন ময়মনসিংহ ও আশেপাশের এলাকায়। এই লক্ষাধিক ব্যানার, ফেস্টুন ও তোরণের মধ্যে নজর কেড়েছে দুটি ব্যানার ও তোরণ। জনসমাবেশস্থল ও শহরের প্রবেশমুখে বেশ কয়েকটি তোরণ লক্ষ্য করা গেছে জাতীয় পার্টির। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের ছবি দিয়ে ওই তোরণে লেখা রয়েছে- ব্রহ্মপুত্র নদের তীরে,

তিলোত্তমা নগরী আমার প্রাণের শহর ময়মনসিংহে আপনার আগমনে আমি উচ্ছ্বসিত। এতে আরো লেখা রয়েছে- ব্রহ্মপুত্রের তীরে আপনাকে স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী। এসব তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ, বর্তমানে দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর ছবি রয়েছে। এ ধরনের তোরণ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ময়মনসিংহ-৪ আসনে অবস্থিত সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এই আসনটি বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আমাদের সবার প্রধানমন্ত্রী। এ

কারণে বিরোধীদলীয় নেতা তার শহরে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগতম জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের তোরণের মধ্য দিয়ে আমরা রাজনীতিতে একটি উদাহরণ তৈরি করেছি। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ময়মনসিংহে জাতীয় পার্টির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। কাজী মামুনুর রশিদ বলেন, রাজনৈতিকভাবে জাতীয় পার্টি বিরোধী দলে থাকলেও রাজনৈতিক সৌজন্যতা, শিষ্টাচার সম্পর্কে আমরা ভালোভাবে অবহিত। আমাদের পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমাদের দলীয় নেতাকর্মীদের সেই ধরনের শিক্ষা দিয়ে গেছেন। এদিকে জাতীয় পার্টির পাশাপাশি ময়মনসিংহ শহরে নজর কেড়েছে বিএনপি'র বেশ কিছু ব্যানার ও পোস্টার। দলটির তৃণমূল নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ ধরনের ব্যানার ও পোস্টার শহরজুড়ে টানানো হয়েছে। এতে কারাবন্দি ময়মনসিংহ

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দের ছবি দিয়ে সকল রাজবন্দির মুক্তি দাবি করা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে- প্রিয় মহানগরবাসী, অবৈধ সরকারের বন্দিশালাই মিথ্যা মামলায় বন্দি শহীদ জিয়ার সৈনিকরা এবং নগরবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য লড়াই করুন। এ ধরনের ব্যানার ও পোস্টার প্রসঙ্গে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহাব আকন্দ বলেন, মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের মোট ছয় জন নেতা কারাবন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আমরা এ ধরনের ব্যানার ও পোস্টার আগে থেকেই টানিয়েছি। তিনি বলেন, আমার নামেও ২১টি

মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক মামলা রয়েছে ১০ থেকে ১২টি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ময়মনসিংহ সফর উপলক্ষে আমাকে ময়মনসিংহ ছাড়তে হয়েছে। প্রশাসন চাপ দিয়ে বলেছে, আপনি কয়েকদিন ময়মনসিংহ শহরের বাইরে থেকে ঘুরে আসেন। এই দুই পোস্টার ও তোরণ প্রসঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ময়মনসিংহে সব দল শান্তিপূর্ণভাবে তাদের সব কর্মসূচি পালন করতে পারে। তারা ব্যানার, পোস্টার লাগালেও কেউ তাতে হাত দেয় না, ছিঁড়ে ফেলে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে