মেসিদের সরিয়ে নেওয়া হলো হেলিকপ্টারে

মেসিদের সরিয়ে নেওয়া হলো হেলিকপ্টারে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২২ | ৮:০৭
কাতারের দোহায় গত রোববার লিওনেল মেসির হাতে বহু আরাধ্য বিশ্বকাপ ট্রফি ওঠার পর থেকে আবেগের ভেলায় ভাসছে পুরো আর্জেন্টিনা। স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে মেসিরা দেশে ফেরার পর বিশ্বকাপ জয়ের উৎসব ও শোভাযাত্রায় অংশ নিতে মঙ্গলবার রাজধানী বুয়েনস এইরেসের রাস্তায় প্রায় ৫০ লাখ মানুষের ঢল নেমেছিল। কিন্তু সমর্থকদের লাগামহীন আবেগের বিস্ফোরণে ছাদখোলা বাসে মেসিদের শোভাযাত্রা মাঝপথেই পণ্ড হয়ে যায়! নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয় খেলোয়াড়দের। পরে পুলিশের সঙ্গে উন্মত্ত জনতার সংঘর্ষে ও ভিড়ের চাপে অনেকে আহত হয়েছেন। একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনা বিবৃতি পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ছাদ খোলা বাসে আট ঘণ্টার শোভাযাত্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে বুয়েনস এইরেসের প্রাণকেন্দ্র ওবেলিস্কে অপেক্ষমাণ সমর্থকদের সঙ্গে উৎসবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল মেসিদের। কিন্তু জনতার ঢলে সব রাস্তা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পাঁচ ঘণ্টায়ও এক তৃতীয়াংশ পথ অতিক্রম করতে না পারায় সেই পরিকল্পনা আর ঠিক থাকেনি। যাত্রাপথে ব্রিজ থেকে মেসিদের বাসে রাফিয়ে পড়েন দুই সমর্থক। একজন ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে আহত হন। এমন ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় একটি পুলিশ স্কুলের সামনে গিয়ে থামানো হয় বাস। এরপর পাঁচটি হেলিকপ্টারে সেখান থেকে নিয়ে যাওয়া হয় খেলোয়াড়দের। হেলিকপ্টার ওবেলিস্কের ওপর দিয়ে উড়ে গেলেও বিশ্বকাপজয়ী বীরদের সঙ্গে উৎসব করতে না পারায় সেখানে অপেক্ষমান সমর্থকরা হতাশ হয়েছেন। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, ‘যে নিরাপত্তা দল আমাদের সঙ্গে আছে, তারা ওবেলিস্কে অপেক্ষমান সমর্থকদের কাছে যাওয়ার অনুমতি দেয়নি আমাদের। খেলোয়াড়দের পক্ষ থেকে হাজারবার ক্ষমা চাইছি আমি।’ হেলিকপ্টারে শোভাযাত্রার বাকি পথ পাড়ি দিয়ে নিজেদের শহর রোজারিওতে চলে যান বিশ্বকাপজয়ী মেসি ও দি মারিয়া। সেখানেও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয় তাদের। নিজ এলাকার মানুষের ইচ্ছাপূরণে হাসি মুখে সবার সঙ্গে সেলফি তোলেন মেসি ও দি মারিয়া। বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তাদের সঙ্গে ছিলেন সমর্থকরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন অধিকার গৌণ হয়ে গেছে পাকিস্তান মডেলই টিকে আছে বড় জাতির কাছে সম্মান পেলাম না গুগল ডুডলে স্বাধীনতা দিবস যত নামি বিশ্ববিদ্যালয় তত বেশি টিউশন ফি সংলাপের চিঠি সরকারের নতুন কৌশল পুলিশি বাধায় ব্যাহত সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম কলার হালি ৬০, লেবু ৭০ টাকা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ব্রয়লার মুরগির দাম নিয়ে প্রতারণা রোজাদারের হৃদয়ে ঝরে রহমতের বৃষ্টি অমানিশা কাটিয়ে লাল সূর্য বঙ্গবন্ধুর গোপন মিশন যেদিন শুরু পিকে’র প্রতারণার জালে প্রভাবশালীরাও বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ইতিবৃত্ত বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক কে এই রাকিব? অব্যবহৃত ডাটা ও টকটাইম ফেরতের দাবি শাহবাজ সরকারের দমনপীড়নকে কাশ্মীরের নির্যাতনের সঙ্গে তুলনা ইমরান খানের