
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

জিপিএ-৫ এর মিথ্যা আশ্বাস ৮১৬ শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করে দিলেন শিক্ষকরাই

জবিতে প্রথম নারী উপাচার্য

অষ্টম নবমের ৬ বইয়ের পাণ্ডুলিপিই হয়নি

জিপিএ-৫ নিয়েও উৎকণ্ঠায় শিক্ষার্থীরা সামনে অপেক্ষা কঠিন ভর্তিযুদ্ধ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

এইচএসসির ফল কাল, জানবেন যেভাবে

নতুন শিক্ষাক্রম বাতিল চান অভিভাবকরা
মাইগ্রেশনসহ সব সুবিধা পাবে রিটকারী শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে গুচ্ছের আগের সব প্রক্রিয়া বহাল থাকছে। কোনো শিক্ষার্থী এতে বঞ্চিত হবে না। রিটকারী শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়ায় এ সুযোগ পাবে। এসব শিক্ষার্থীদের ভর্তির পরে সপ্তম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে।
মঙ্গলবার রাতে গুচ্ছ কমিটির উপাচার্যদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তম মেধাতালিকায় যারা স্থান পেয়েছে তাদের ভর্তি আইনি কারণেই বাতিল হবে না। অনেক বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত। যাদের অল্প কিছু শিক্ষার্থী ভর্তি হতে বাকি আছে তারা চূড়ান্তের নোটিশ দিয়েছে। এটা সবার ক্ষেত্রে প্রয়োজ্য না।
সূত্র আরও জানিয়েছে, মাইগ্রেশনের মাধ্যমে কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পরিবর্তন হলে ওই বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ফি দিতে হবে। এক্ষেত্রে পুনরায় নতুন করে
ফি দিতে হবে না। তার ফি সামান্য কম বেশি হবে। সার্বিক বিষয়ে গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, মাইগ্রেশন চালু থাকবে। শিক্ষার্থীরা সুযোগ পাবে। আরো কিছু সিদ্ধান্ত পরবর্তীতে পর্যায়ক্রমে জানানো হবে। এ সময় তিনি আরো বলেন, ভর্তি বাতিলের বিষয়ে কোন ফি নির্ধারণ করেনি গুচ্ছ কমিটি। এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ভর্তি বাতিলের জন্য যে অতিরিক্ত টাকার কথা আসছে তা নিয়ে আগামীতে আলোচনা করা হবে।
ফি দিতে হবে না। তার ফি সামান্য কম বেশি হবে। সার্বিক বিষয়ে গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, মাইগ্রেশন চালু থাকবে। শিক্ষার্থীরা সুযোগ পাবে। আরো কিছু সিদ্ধান্ত পরবর্তীতে পর্যায়ক্রমে জানানো হবে। এ সময় তিনি আরো বলেন, ভর্তি বাতিলের বিষয়ে কোন ফি নির্ধারণ করেনি গুচ্ছ কমিটি। এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ভর্তি বাতিলের জন্য যে অতিরিক্ত টাকার কথা আসছে তা নিয়ে আগামীতে আলোচনা করা হবে।