মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়ে যা বললেন মাহবুব হোসেন




মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়ে যা বললেন মাহবুব হোসেন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৩ | ৬:৩৪
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন। কবির বিন আনোয়ার সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে আজ (মঙ্গলবার) থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে এই পদে নতুন নিয়োগ হলো। বেসামরিক প্রশাসনের এই শীর্ষ পদে নিয়োগ পেয়ে মো. মাহবুব হোসেন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, তিনি চাকরিজীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন সেগুলো প্রয়োগ করে তার কাছে সরকারের যে প্রত্যাশা তা পূরণ করার চেষ্টা করবেন। তিনি বলেন,

আমি সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি। আজ সকালেই আমি আদেশ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সরকার আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আমি এজন্য সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় সাংবাদিকরা নতুন মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চান- সামনে নির্বাচন, কী চ্যালেঞ্জ মনে করছেন? জবাবে সচিব বলেন, আমি কাল (বুধবার) থেকে হয়ত এগুলো নিয়ে চিন্তা করব। এখন পর্যন্ত আমি এই মন্ত্রণালয়ের (জ্বালানি) সচিব। কাল যখন বসব তখন চ্যালেঞ্জ কী কী তা বলতে পারব। উল্লেখ্য, মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

গত ১০ ডিসেম্বর এই পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। খন্দকার আনোয়ারুল গত ১৫ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অফশোর ব্যাংকিংয়ে ডলার আমানতের সুদ মিলবে ৯ শতাংশ মার্কিন শ্রম অধিকার নীতির লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ শত বছর ধরে কুখ্যাত অপরাধীদের পেছনে ইন্টারপোল ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার বিশ্বকাপে ‘হিংসা-শয়তানি করে দেশকে বঞ্চিত করলে’ কেউ ছাড় পাবে না সোনার দাম আরও বাড়ল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছি: ইইউকে সিইসি ইলন মাস্ককে গাজায় আমন্ত্রণ জানাল হামাস ‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ ইসির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক, যে বার্তা দিল ইইউ দুই মাস বাড়ল রিটার্ন জমার সময় বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন রাশেদ খান মেনন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে বললেন মন্ত্রী মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন ‘নির্বাচন বাধাগ্রস্তকারী বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসা উচিত’ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে গুলির অভিযোগ সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি