
ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আরও খবর

৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যাব: রানি

প্রয়োজনে ফেরদৌসের প্রচারে ঢাকায় আসবেন ঋতুপর্ণা

ক্যাটরিনা-কাজলের পর এবার ডিপফেক ভিডিওর শিকার আলিয়া

ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস

আমি সৌভাগ্যবতী: তাসনিয়া ফারিন

ক্ষমা চেয়ে অভিযোগ তুলে নিলেন তানজিন তিশা

শুরু হচ্ছে নতুন সিনেমা ‘রাজকুমার’, শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী
মধ্যরাতে সৃজিতের মেসেজ, বিশ্বাস হয়নি বাঁধনের

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ়ের কাজ করেছিলেন আজমেরি হক বাঁধন। এই সিরিজটির মাধ্যমেই কলকাতায় কাজের দ্বার খুলে বাঁধনের। তবে সিরিজটিতে বাঁধনের যুক্ত হওয়ার গল্প একটু সিনেমাটিকই বলা যায়।
কী ভাবে সৃজিতের সিরিজ়ে কাজের সুযোগ আসে বাঁধনের কাছে? সেই কথাই আনন্দবাজারকে বলেছিলেন অভিনেত্রী। অনেকেই ভাবতে পারেন, স্ত্রী মিথিলাকে সুযোগ না দিয়ে কেন বাঁধনকে বেছে নিয়েছিলেন সৃজিত? সেই উত্তরও দিয়েছেন বাঁধন।
অভিনেত্রী বলেন, আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক বলে মনে করি। তখন করোনা পরিস্থিতি একদম শুরুর দিকে। হঠাৎ রাতে যখন সৃজিতের পক্ষ থেকে মেসেজ আসায় মনে হয়েছিল, এই সময় সৃজিত কি না আমায় নিয়ে সিরিজ়ের কথা ভাবছেন, এটা সম্ভব!
তার পরের দিন আমাদের বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমার সঙ্গে সৃজিতের কথা বলিয়ে দেন। তার পর আমার বিশ্বাস হয়।' পরে তো ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে কাজ করেন বাঁধন। কাজটি প্রকাশও পায়। রীতিমত বাঁধন কাজটি দিয়ে প্রশংসিতও হয়।
তার পরের দিন আমাদের বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমার সঙ্গে সৃজিতের কথা বলিয়ে দেন। তার পর আমার বিশ্বাস হয়।' পরে তো ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে কাজ করেন বাঁধন। কাজটি প্রকাশও পায়। রীতিমত বাঁধন কাজটি দিয়ে প্রশংসিতও হয়।