ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা – U.S. Bangla News




ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ১০:১৫
চট্টগ্রামে বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়া, অর্থ-সম্পদ আত্মসাৎ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. ইয়াছিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে হাফেজ আবুল মোজাফফর (৭৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবুল মোজাফফরের বাড়ি জেলার লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকায়। তিনি নগরের গণি বেকারি সংলগ্ন হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ভরণপোষণ না দেওয়া, অর্থ আত্মসাৎ, সম্পত্তি আত্মসাতের চেষ্টাসহ একাধিক অভিযোগে ছেলে ইয়াছিনের ছেলের মামলাটি করেছেন বাবা। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৪

সাল থেকে আবুল মোজাফফরের জমি ও ঘর দখলে নিয়ে বসবাস করছেন ছেলে ইয়াছিন। তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ এবং না দেওয়ায় হত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ ছাড়াও তিনি বাবার কাছ থেকে ব্যবসার কথা বলে এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনের অজুহাতে ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেছেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হলে অসুস্থ অবস্থায় লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নেন ইয়াছিন। তবে সাত ছেলে-মেয়েকে বঞ্চিত করে শুধু ইয়াছিনকে সম্পত্তি লিখে দিতে অপারগতা জানান। এ নিয়ে দ্বন্দ্বে গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়ির সব

সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেন ইয়াছিন। এ ছাড়া ধার নেওয়া টাকা ফেরত চাইলে উল্টো আরও ১০ লাখ টাকা দাবি করেন ইয়াছিন। এরপরই আবুল মোজাফফর মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, ২০১৩ সালে সরকার বাবা ও মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রণয়ন করেন। ওই আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণপোষণ দিলে বাধ্য সন্তানরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩ ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধের দাবি সুজনের যেকোনো অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : লিটন রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর বিদেশি উৎসবে মেহজাবীনের সিনেমা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা, পঙ্গুত্ব ও অন্ধত্বের শঙ্কা দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী সেতু ভবনে হামলা : পার্থ ৫ দিনের রিমান্ডে পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪০ ট্রিলিয়ন বেড়েছে : অক্সফাম যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে