বিশ্বনাথে ভার্চুয়াল বাহাসে চেয়ারম্যান-মেয়র




বিশ্বনাথে ভার্চুয়াল বাহাসে চেয়ারম্যান-মেয়র

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৮:৪৯
সিলেটে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত যে কয়টি উপজেলা-পৌরসভা রয়েছে তারমধ্যে বিশ্বনাথ অন্যতম। এই উপজেলার চেয়ারম্যান নুনু মিয়া। পৌর মেয়র মুহিবুর রহমান। দুজনই প্রবাসী। নুনু মিয়া আওয়ামী লীগের নেতা হলেও মুহিবুর বহিষ্কৃত। তবে তিনি নিজেকে এখনো শেখ হাসিনার অনুসারী ও বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবি করেন। সম্প্রতি নুনু মিয়া ও মুহিবুরের মধ্যে দূরত্ব বেড়েছে। সরাসরি সংঘাত-সংঘর্ষ না হলেও ভার্চুয়ালি একে অপরকে আঘাত ও গালিগালাজ করে বক্তব্য দিচ্ছেন। দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন। এ নিয়ে বিশ্বনাথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে মেয়র মুহিবুর চেয়ারম্যান নুনু মিয়াকে পশুচোর বলে গালি দেন। বলেন, নুনু মিয়া বাড়ি-ঘর, জায়গা-জমি বিক্রি করছেন। যে কোনো সব নিয়ে

বিদেশে পাড়ি জমাতে পারেন। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অন্যদিকে নুনু মিয়া এক ভিডিওতে বলেন, মুহিবুর অসুস্থ, মাতাল। মায়ের কসম দিয়ে বলছি, আমি শেষ দেখা দেখে ছাড়ব। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর অনুপস্থিতিতে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাসহ অনেকেই আওয়ামী লীগে যোগ দেন। বিএনপিতে রয়ে যাওয়া বাকি অংশের ইন্ধনে চলেন মুহিবুর। পৌর মেয়রও হয়েছেন নিখোঁজ ইলিয়াসের গুণকীর্তন করে, আবেগ ছড়িয়ে। তারা বলছেন, নুনু-মুহিবুরের এমন মুখোমুখি অবস্থানের কারণে পুরো উপজেলা ও পৌরসভায় দুই জনপ্রতিনিধির অনুসারীদের মধ্যে চাপা উত্তেজনা ক্রমেই বাড়ছে। যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জানা যায়, ইলিয়াস আলীর বাড়িও বিশ্বনাথে। তিনি মাঠে

থাকাকালে স্থানীয় আওয়ামী লীগে অনেকটা ঐক্য ছিল। ইলিয়াসকে পরাজিত করে প্রবাসী নেতা শফিকুর রহমান চৌধুরী ওই আসন আওয়ামী লীগের দখলে আনেন। এরপর মুহিবুর রহমান দুবার উপজেলা চেয়ারম্যান হন। এ সময় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভক্তি বিস্তৃতি লাভ করে। এখনো তা বিদ্যমান। এরপর বিশ্বনাথ পৌরসভা গঠন হলে বিপুল ভোটে মুহিবুর প্রথম পৌর মেয়র নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী হলেও ভোট পান নৌকার প্রার্থীর প্রায় তিনগুণ। সম্প্রতি উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার সঙ্গে তার বিরোধ চরমে উঠে। মুহিবের অনুসারীরা নুনু মিয়ার বিরুদ্ধে প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। নুনু মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় এক যুবলীগ নেতা আদালতে মামলা করেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র মুহিবুরকে সতর্ক করে একটি ভিডিও পোস্ট করেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া। এতে তিনি বলেন, ‘আমি আমার মায়ের কসম দিয়ে বলছি, মুহিবুর রহমান সাবধান, এত দিন আমি শুধু অবজারভ করেছি। ধৈর্য্য ধরেছি। তোমার দৌড় কোথায় তা আমি জানি। মুহিবুর গম চুরির মামলায় জেল খেটেছেন, এটা কেউ ভুলেনি। আর বেশি বাড়াবাড়ি করবেন না।’ এর আগে একটি অনুষ্ঠানে পৌর মেয়র মুহিবুর রহমান চেয়ারম্যান নুনু মিয়াকে চোর আখ্যায়িত করে তাকে রুখে দেওয়ার বার্তা দেন। এ ছাড়া মুহিবুর ভুক্তভোগী ও মামলার বাদীকে সঙ্গে নিয়ে উপজেলা চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন। এতে তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে এসে নির্বাচন করেন।

মানুষ সহজে গ্রহণ করেন। ভোট দিয়ে নির্বাচিত করেন। প্রবাস থেকে যারা এসে জনপ্রতিনিধি হন, তাদের একটা গুণাবলী থাকে যে, প্রবাসীরা ঘুষ-দুর্নীতির ঊর্ধ্বে থাকেন। কিন্তু এর ব্যতিক্রম শুধু বিশ্বনাথের নুনু মিয়া। আমি তার অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে অবহিত করেই যাচ্ছি। আর সেটা নির্ভয়ে করে যেতে চাই। কারণ আর যাতে বিশ্বনাথের জনগণ প্রতারিত না হন। সে একটা পশুচোর।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ বিচারকদের সতর্ক করে আপত্তিকর বক্তব্য ভিপি নুরের বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ৩৫ আমাদের মূল্য তখনও ছিলো না এখনও নাই: সৈয়দ ইবরাহিম টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৫৪ মালয়েশিয়ায় ৫ দিনে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দেবে বাংলাদেশ হাইকমিশন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কতটা কাজে লাগে? ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১ ডায়রিয়া আক্রান্তের পর গাজায় দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরাইলি সৈন্যরা ৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে : কাদের নির্বাচনে বিদেশী কোন চাপ নেই : ইসি আলমগীর মানুষের হাতে থাকা ডলার ব্যাংকে টানার উদ্যোগ রাজধানীসহ সারাদেশে ৯ গাড়িতে আগুন জামিনে মুক্তি পেলেন বক্তা আমির হামজা প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার