বিশ্বকাপে রেফারিদের আয় কত – U.S. Bangla News




বিশ্বকাপে রেফারিদের আয় কত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৯:২২
একটা সময়ে খেলা ছিল নিখাদ বিনোদনের মাধ্যম। কিন্তু খেলায় পেশাদারিত্ব আসার সাথে সাথে অর্থের ঝনঝনানি বেড়েছে। খেলার কদর বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খেলোয়াড় ও খেলা পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের। আর বিশ্বকাপের মতো বড় আসর হলেতো কোনো কথাই নেই! রোববার কতার বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স। এই দুই দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা যাবে ৪২ মিলিয়ন ডলার। আর রানার্সআপ দল হবে ৩০ মিলিয়ন ডলার। আগামীকাল মরক্কো ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে যে দল জিতে তৃতীয় হবে তারা পাবে ২৭ মিলিয়ন ডলার। আর চতুর্থস্থান যারা হবে তারা পাবে ২৫ মিলিয়ন ডলার। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা রেফরিদেরও জন্যও অঢেল টাকা আয়ের সুযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে,

বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি রেফারিকে ৭০ হাজার ডলার করে ‘মৌলিক ভাতা’ দিয়েছে ফিফা। সহকারী রেফারিদের জন্যও আছে ২৩ হাজার ডলার মৌলিক ভাতা। একজন ম্যাচ রেফারি বিশ্বকাপের গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনা করে তিন হাজার ডলার আয় করেন। প্লে অফ কিংবা ফাইনালে ম্যাচ পরিচালনা করে পান ১০ হাজার ডলার। রেফারিরা ফিফার সঙ্গে চুক্তি থেকে যে অর্থ আয় করেন, তার সঙ্গে ম্যাচ পরিচালনার অর্থ যোগ হয়। একজন ম্যাচ রেফারি সফলতার সঙ্গে ফাইনালসহ সব ম্যাচ পরিচালনা করতে পারলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ ডলার আয় করতে পারেন। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচের জন্য আড়াই হাজার ডলার পেয়ে থাকেন সহকারী রেফারি। প্লে অফ কিংবা ফাইনালে পান পাঁচ হাজার ডলার। সব

ম্যাচ ভালোভাবে পরিচালনা করে একজন সহকারী রেফারি টুর্নামেন্ট থেকে দেড় লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। সহকারী রেফারি গ্রুপপর্ব ও ফাইনালের ম্যাচ পরিচালনা করে যে পরিমাণ অর্থ পান, চতুর্থ অফিশিয়ালকেও সমপরিমাণ অর্থ দেয় ফিফা। সহকারী রেফারির মতো চতুর্থ অফিশিয়ালও গোটা টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ দেড় লাখ ডলার আয় করতে পারেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে যারা থাকেন, ম্যাচপ্রতি তাদের আয় তিন হাজার ডলার করে। টুর্নামেন্টের পরের ধাপগুলোয় তারা ম্যাচপ্রতি পেয়ে থাকেন পাঁচ হাজার ডলার। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে তারা সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারের মতো আয় করতে পারেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাকে ছাড়াতে আ.লীগ নেতার তদবির! গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু ‘শিক্ষার্থীরা ধৈর্য না ধরায় সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াত, চালিয়েছে তাণ্ডব’ এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না: প্রধানমন্ত্রী তালেবানের চোখ এড়িয়ে অলিম্পিকে মানিজা কোটা আন্দোলনে এক নেতা নুরকে ৪ লাখ টাকা দেন: ডিবিপ্রধান মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশন ১ বছরেও চালু করা সম্ভব হবে না: সেতুমন্ত্রী পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা তাপদাহে পুড়ছে ইরান, ‘শাটডাউন’ ঘোষণা ট্রাম্পের রাশিয়া-ভীতি নিয়ে যা বললেন ক্রেমলিন মুখপাত্র মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন পলক ভারতের ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রোববার থেকে সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী