বিশ্বকাপে রেফারিদের আয় কত – U.S. Bangla News
বিশ্বকাপে রেফারিদের আয় কত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৯:২২
একটা সময়ে খেলা ছিল নিখাদ বিনোদনের মাধ্যম। কিন্তু খেলায় পেশাদারিত্ব আসার সাথে সাথে অর্থের ঝনঝনানি বেড়েছে। খেলার কদর বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খেলোয়াড় ও খেলা পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের। আর বিশ্বকাপের মতো বড় আসর হলেতো কোনো কথাই নেই! রোববার কতার বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স। এই দুই দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা যাবে ৪২ মিলিয়ন ডলার। আর রানার্সআপ দল হবে ৩০ মিলিয়ন ডলার। আগামীকাল মরক্কো ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে যে দল জিতে তৃতীয় হবে তারা পাবে ২৭ মিলিয়ন ডলার। আর চতুর্থস্থান যারা হবে তারা পাবে ২৫ মিলিয়ন ডলার। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা রেফরিদেরও জন্যও অঢেল টাকা আয়ের সুযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে,

বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি রেফারিকে ৭০ হাজার ডলার করে ‘মৌলিক ভাতা’ দিয়েছে ফিফা। সহকারী রেফারিদের জন্যও আছে ২৩ হাজার ডলার মৌলিক ভাতা। একজন ম্যাচ রেফারি বিশ্বকাপের গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনা করে তিন হাজার ডলার আয় করেন। প্লে অফ কিংবা ফাইনালে ম্যাচ পরিচালনা করে পান ১০ হাজার ডলার। রেফারিরা ফিফার সঙ্গে চুক্তি থেকে যে অর্থ আয় করেন, তার সঙ্গে ম্যাচ পরিচালনার অর্থ যোগ হয়। একজন ম্যাচ রেফারি সফলতার সঙ্গে ফাইনালসহ সব ম্যাচ পরিচালনা করতে পারলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ ডলার আয় করতে পারেন। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচের জন্য আড়াই হাজার ডলার পেয়ে থাকেন সহকারী রেফারি। প্লে অফ কিংবা ফাইনালে পান পাঁচ হাজার ডলার। সব

ম্যাচ ভালোভাবে পরিচালনা করে একজন সহকারী রেফারি টুর্নামেন্ট থেকে দেড় লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। সহকারী রেফারি গ্রুপপর্ব ও ফাইনালের ম্যাচ পরিচালনা করে যে পরিমাণ অর্থ পান, চতুর্থ অফিশিয়ালকেও সমপরিমাণ অর্থ দেয় ফিফা। সহকারী রেফারির মতো চতুর্থ অফিশিয়ালও গোটা টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ দেড় লাখ ডলার আয় করতে পারেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে যারা থাকেন, ম্যাচপ্রতি তাদের আয় তিন হাজার ডলার করে। টুর্নামেন্টের পরের ধাপগুলোয় তারা ম্যাচপ্রতি পেয়ে থাকেন পাঁচ হাজার ডলার। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে তারা সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারের মতো আয় করতে পারেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তীব্র তাপপ্রবাহ, আরও ৭ দিন স্কুল বন্ধের দাবি চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে বিশাল জয় লখনৌর উপজেলা পরিষদ নির্বাচন ভোট বর্জনে লিফলেট বিতরণ করবে বিএনপি নানা ‘যুক্তি-অজুহাত’ মাঠ ছাড়তে নারাজ এমপি-মন্ত্রীর স্বজনরা পাহাড়ের বুক চিরে অর্ধশত ইটভাটা সুফল নেই সাড়ে তিনশ কোটির ইবিএ প্রকল্পে বিজেপি ২০০ আসনও পাবে না, সমীক্ষা ভুয়া: মমতা কারাগারে কেজরিওয়ালের ‘মিষ্টি খাবার’ নিয়ে প্রশ্ন ইডির, হত্যার ষড়যন্ত্রের অভিযোগ পার্টির ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ বিপর্যস্ত ব্যাংক খাত, ঝুঁকির মাত্রা আরও বেড়েছে ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব সিন্ডিকেটের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে সরকার: কৃষিমন্ত্রী কারণ ছাড়াই বেড়েছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম ইসরাইল-ইরানের দ্বন্দ্বের শুরু কবে থেকে? পরস্পরকে নিয়ে ভুল হিসাব-নিকাশ করেছে ইরান ও ইসরাইল ফ্রান্সে ইরানের কনস্যুলেটে আতঙ্ক, আটক এক ইরানের অস্ত্র সুবিধার কেন্দ্র ইসফাহান পার্কে ডেকে সাবেক প্রেমিকাকে খুন, মুহূর্তেই হত্যার ‘বদলা’ নিলেন মা ‘বজ্রমেঘ’ তৈরি হলেই বৃষ্টির সম্ভাবনা শেখ হাসিনার মতো নেতৃত্ব বর্তমান বিশ্বে বিরল: পররাষ্ট্রমন্ত্রী