বিমান হামলায় একদিনে নিহত ৪৭




বিমান হামলায় একদিনে নিহত ৪৭

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৩ | ৫:০২
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহরে একাধিকবার বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ভোরের দিকে খান ইউনুসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরাইলি বিমানবাহিনী। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত হন। আহত হন অন্তত আরও দুই ডজন মানুষ। প্রথম হামলার কিছু সময় পর খান ইউনুস থেকে কয়েক কিলোমিটার দূরের শহর দেইর রাল বালাহে বোমাবর্ষণ শুরু করে বিমানবাহিনী। এ সময় নিহত হন ছয়জন ফিলিস্তিনি। এরপর বিকালের শেষ দিকে আবারও খান ইউনুসে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় খান ইউনুসের উত্তরাঞ্চলীয় একটি বাড়িতে ১৫

জন নিহত হন। আল-শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ বলল ডব্লিউএইচও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফাকে ‘ডেথ জোন’ বা ‘মৃত্যু অঞ্চল’ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হাসপাতালটিতে এখনো যারা অবস্থান করছে, তাদের সরিয়ে নিতেও অনুরোধ করেছে সংস্থাটি। রোববার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা। গত শনিবার মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডব্লিউএইচওর নেতৃত্বে একটি দল হাসপাতালটি পরিদর্শন করে। এর আগেই আল-শিফা থেকে অধিকাংশ রোগী ও আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়। এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে পর্যবেক্ষক দলটি হাসপাতালের ভেতরে মাত্র এক ঘণ্টা অবস্থান করতে সক্ষম হয় এবং সেই এক ঘণ্টার পরিদর্শনেই তারা এই হাসপাতালকে ‘ডেথ জোন’ বা ‘মৃত্যু অঞ্চল’ বলে

আখ্যা দিয়েছেন। হাসপাতালের পরিস্থিতিকে ‘মরিয়া’ বলেও বর্ণনা করা হয়েছে। গণকবর থেকে শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে ইসরাইল আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে ইসরাইলি বাহিনী শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা। আলজাজিরা। ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরাইলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। তিনি আরও বলেন, কয়েক দিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে শনিবার সকালে ইসরাইলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় সপ্তম দফায় মুক্তি পেলেন ৩৮ জন ঢাকা-১ আসন বদলে যাচ্ছে নির্বাচনি মাঠের চিত্র এবার নির্বাচনে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পড়বে দুই আসনে যে দলের হয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্ব এইডস দিবস আজ আক্রান্তরাও জন্ম দিচ্ছেন সুস্থ সন্তান মহান বিজয়ের মাস শুরু দ্বাদশ সংসদ নির্বাচন: ঋণখেলাপিদের ঠেকাতে আপত্তি জানাবে ব্যাংক ঐক্যবদ্ধ আন্দোলনে রাজি বিএনপিসহ ৩৯ দল নভেম্বরে রিজার্ভ কমেছে ১২৬ কোটি ডলার ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু তিনশ আসনে মনোনয়ন জমা ২৭৪১ প্রার্থীর, ভোটে গেল ৩০ দল মনোনয়ন জমা: উৎসবমুখরের পাশাপাশি ভঙ্গ আচরণবিধিও কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র দাখিল সময়মতো পাঠ্যবই প্রকাশ রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার নতুন অস্ত্র আইইডি এবি ব্যাংকের ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ মামলা রাজশাহী অঞ্চলে হিযবুত তাহরীরের ২ সংগঠক গ্রেপ্তার নিয়োগে অনিয়ম তুলে ফেসবুকে পোস্ট, চিকিৎসক বরখাস্ত