বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার ৪ বিমান ধ্বংস




বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার ৪ বিমান ধ্বংস

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:০৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় ২ বছর হতে চলেছে। ইতোমধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনের অনেক অঞ্চল পুরোপুরি কিংবা অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধ যত গড়াচ্ছে ততই রাশিয়া আক্রমণ বাড়িয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে ইউক্রেনও রাশিয়া অভ্যন্তরে হামলা করছে। ইতোমধ্যে কয়েকদফা হামলায় রাশিয়ার অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে গুলোতে এ হমলা চালানো হচ্ছে। এসব হামলার জন্য রাশিয়ার বার বার ইউক্রেনকে দায়ী করছে। এদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে মঙ্গলবার ড্রোন হামলা হয়েছে।স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। ওই অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি

বিস্ফোরণও শোনা যায়। একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি ইলিউশিন-৭৬ পরিবহন বিমান বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল। জানা যায়, লাটভিয়া ও এস্টোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে হামলার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়া গুলির শব্দের কথাও বলেছেন। স্থানটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ মাইল দূরে। রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত তাস বার্তা সংস্থা জরুরি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সরকারে চারটি এলএল-৭৬ ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরটি দীর্ঘ দিন ধরে রুশ সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। আঞ্চলিক গভর্নর মিখাইল

ভেদেরনিকভ মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেন, প্রতিরক্ষা বাহিনী ওই ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার সবচেয়ে পাঠকপ্রিয় নিরপেক্ষ নিউজ ওয়েবসাইট মেদুজা জানিয়েছে, বিমানবন্দরে ওই হামলায় ১০ থেকে ২০টি ড্রোন অংশ নেয়। এগুলোকে ছোট অস্ত্র ব্যবহার করে বিতাড়িত করা হয়। তবে একটি ড্রোন রিফুয়েলিং কমপ্লেক্সে আঘাত হানতে সক্ষম হয়। সূত্র : আল জাজিরা
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য গাজা ‘ছাড়ো নয় মরো’ জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান! সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫ বড় নয়, ধরা খেলেন ছোট ঋণখেলাপিরা ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জুম মিটিং ফের মাঠের ঐক্য চায় বিএনপি-জামায়াত