বিদায় ২০২২




বিদায় ২০২২

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২২ | ১০:২৫
ঘড়ির কাঁটা থেমে নেই। প্রতিটি মুহূর্তেই জীবন থেকে একটি একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনি পরিসমাপ্তির পথে ২০২২। ক্যালেন্ডার বদলানোর সময় হয়েছে। কিন্তু বর্ষ বিদায়ের আর দশটা বছরের মতো নয় ২০২২। বিদায়ী বছরটি শুরু হয়েছিল একটু বুক ভরা আশার আলোর স্বপ্ন নিয়ে। ২০২২ সালের নতুন সূর্যকে স্বাগত জানানোর সময় বাংলাদেশ ছিল বেশ দৃঢ় অবস্থানেই। দানবীয় রূপে আসা মরণব্যাধি করোনাভাইরাস সফলভাবে মোকাবিলার পর বাংলাদেশ ঠিকই ছুটছিল উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। কিন্তু হঠাৎ করেই রাশিয়া-ইউক্রেণ যুদ্ধ, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় থমকে দাঁড়ায় গোটা বিশ্ব। বিশ্বের বাইরে না বাংলাদেশও। কিছুটা প্রভাব তো পড়েছেই। কিন্তু বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনীতির চাপ সচল রেখে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার

গতিতে। আজ রাত পোহালেই আগামীকাল ভোরের পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। এসে গেল আরও একটা নতুন বছর। নতুন আশায় বুক বেঁধে নতুন করে পথ চলার ব্রত। কিন্তু, অতীতের বীজেই যে ভবিষ্যতের বৃক্ষ- সে তো আর নতুন নয়। তাই পেছনে ফিরতেই হয়। দেখে নিতে হয়। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পেছনে ফিরে দেখাটা পেছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদই। কুয়াশা ঘেরা আগামীর পথ হয়তো দেখাবে নতুন দিগন্ত, এই প্রত্যাশা সকলের। সুন্দর-শান্তিময় হোক ২০২৩। ক্যালেন্ডারের পাতা উল্টে বিদায় নিচ্ছে ২০২২ সাল। কোভিড-১৯ মহামারি দানবীয় সংহার মূর্তিতে এখন না থাকলেও যুদ্ধ আর নিষেধাজ্ঞার ছোবলে আজো যেন

থমকে আছে গোটা বিশ্ব। বিদায়ী বছরে দাগ কেটেছে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সারাবিশ্বে মূল্যস্ফীতি বৃদ্ধি, অনেক দেশে দুর্ভিক্ষের হাতছানি, ব্রিটেন-পাকিস্তান-শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্থান-পতনের ঘটনা। প্রত্যাশা থাকবে প্রাপ্তিগুলো নতুন মোড়কে নতুনভাবে প্রেরণা জোগাবে ২০২৩-এ। হতাশ-গ্লানিগুলো যাবে ঘুচে। বছর শেষ হওয়ার পথে সবাই নতুন আলো ও সম্ভাবনার আশায় বসে আছে। তাই নতুন বছরে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষের একটিমাত্রই চাওয়া- ‘বিশ্ব হোক প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত, বন্ধ হোক যুদ্ধ, প্রাণঘাতী, হানাহানি। যুদ্ধ নয় শান্তি চাই, ভয়হীন প্রাণভরে নিশ্বাস নিক বিশ্বের প্রতিটি মানুষ।’ তাই বিদায় ২০২২, স্বাগত ২০২৩ সাল। দেখতে দেখতে কেটে গেল আরেকটি ঘটনাবহুল বছর। দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে যাবে আজ। নানা কাজের

ফিরিস্তি লেখা নিত্যসঙ্গী হয়ে হালখাতাটি হয়ে পড়বে সাবেক। পরমায়ুর বৃক্ষ থেকে ঝরে যাবে একটি পাতা। মহাকাল নামের এক অন্তহীন মরুভূমির বুকে যেন এক ফোঁটা জল। কিন্তু গোটা বিশ্বকে রীতিমতো নাস্তানাবুদ করেই বিদায় নিচ্ছে ঘটনাবহুল-২০২২। বৈশ্বিক এই সংকটে যখন বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোও বিপর্যস্ত, তখনো বর্তমান সরকারের অসামান্য কৃতিত্বে দেশের অর্থনীতির চাকাকে শুধু সচল রাখাই নয়, স্বপ্নের পদ্মা সেতু, দেশের মেট্রোরেলের উদ্বোধনের পাশাপাশি বড় মেগা প্রকল্পগুলো সফল বাস্তবায়ন গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। সারাবিশ্বের সামনে বাংলাদেশ আবারও তার নিজস্ব সক্ষমতার জানান দিয়েছে। সারাবিশ্বের সামনে উন্নয়ন-সাফল্যের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আজ এক বিস্ময়ের নাম। সাফল্যের মুকুটে একের পর এক যোগ হয়েছে অনেক

অগ্রগতির পালক। গত ১৪ বছরে ঘুরে দাঁড়ানোর নাম এখন বাংলাদেশ। আজ মহাকাল সেভাবেই মুছে দেবে বহুল আলোচিত ২০২২ কে। ‘যেতে নাহি দিব’-এ চিরন্তন বিলাপধ্বনীর ভেতরে আবহমান সূর্য একটি পুরনো দিবসকে আজ কালস্রোতের উর্মিমালায় বিলীন করে পশ্চিম দিগন্তে মিলিয়ে যাবে। বর্ষবরণের আবাহন রেখে কুয়াশামোড়া পান্ডুর সূর্য আজ বিদায় নেবে মহাকালের যাত্রায়। সময় হলো খ্রিস্টীয় ২০২২ সালকে বিদায় বলার। খ্রিস্টীয় নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। সময় যায়। সময় যাওয়ার সময় বদলে যায় অনেক কিছুই। এ হলো পরম সত্য। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। কেবলই সামনের এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। তাই তো জীবন এত গতিময়। সেই গতির ধারাবাহিকতায় মহাকালের প্রেক্ষাপটে

একটি বছর মিলিয়ে গেল। আজ আলোড়িত বর্ষ বিদায়ের দিন। জীর্ণ ঝরা পল্লবের মতো সরল রৈখিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে আজ খসে পড়বে ‘২০২২’। মধ্যরাতে নতুন বছর ২০২৩ কে স্বাগত জানানোর উৎসবের বাঁশি বেজে উঠবে সবার প্রাণে। তবে প্রতিবছরের মতো নতুন বছরেও প্রাণভরে উৎসবে মেতে উঠতে পারবে না বিশ্বের মানুষ। তবে বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠে, প্রাণে ও আকুতিতে থাকবে একটিইমাত্র স্লোগানÑ ‘করোনা তুমি বিদায় হও, অবিলম্বে যুদ্ধ থামাও। আমরা যুদ্ধ নয়, শান্তির বিশ্ব চাই। বিশ্বকে পূর্বের মতো সুন্দরভাবে বাঁচতে দাও।’ আগামীকাল থেকে শুরু হবে নতুন প্রত্যাশার নতুন বছর, কিন্তু যে বছরটি হারিয়ে গেল জীবন থেকে, ক্যালেন্ডারের পাতা থেকে, তার সবই কি

হারিয়ে যাবে? মুছে যাবে সব? না, সবকিছু মুঝে যায় না। ঘটনাবহুল ২০২২ এর ঘটনার রেশ টেনেই মানুষ এগিয়ে যাবে ২০২৩ সালের মধ্যরাতের পথে। অনেক ঘটনা মুছে যাবে বিস্মৃতির ধুলায়। আবার পাওয়া না পাওয়ার অনেক ঘটনা থাকবে উজ্জ্বল হয়ে। বিশ্বের সব মানুষের প্রত্যাশাÑ ঘাতক করোনাভাইরাস থেকে মুক্তি পাবে সবাই, আর প্রাণঘাতী যুদ্ধ বা অস্ত্রের ঝনঝনানি নয়, বুক ফুলে মুক্তির বাতাস গ্রহণ করতে দাও প্রাণভরে। প্রতিবারের মতো এবারও নতুন সূর্যালোকে নতুন আশা ও স্বপ্ন নিয়ে নতুন একটি বছরে যাত্রা শুরুর জন্য প্রস্তুত সবাই। অসীম প্রত্যাশা নিয়ে মানুষ অপেক্ষা করছে আজ মধ্যরাতের প্রথম প্রহরের জন্য, যখন সূচিত হবে নতুন আকাক্সক্ষায় উদ্ভাসিত হবে নতুন বছর।

যে বছরের খেরোখাতায় চোখ বুলালেই বয়ে যায় আনন্দ-বেদনার স্রোত। হিসেবের খেরোখাতায় জমে আছে অনেক বিয়োগ-ব্যথা, হারানোর কান্না, নানা গ্লানি আর মালিন্যের দাগ। বছরজুড়ে অপ্রত্যাশিত নানা ঘটনা-দুর্ঘটনায় আমাদের মন ভীষণ ভারাক্রান্ত, তবু নিরাশার গভীর থেকে ফুঠে ওঠে বিপুল আশার আলো, ধ্বংসস্তূপ থেকে ফোটে নবতর জীবনের ফুল। আমরা আবারও মেতে উঠি সৃষ্টিসুখের উল্লাসে, বৈরী সময়কে মারিয়ে হেসে গেয়ে উঠি জীবনের জয়গান। আজ রাত পোহালেই কাল পূর্বকাশে উঠবে যে নতুন সূর্য- সে সূর্য নতুন বছরের। নতুন আশায় বুক বেঁধে আরও একটি নতুন বছরের দিনলিপি পড়ে থাকবে পেছনে। নতুন বছরে নতুন সূর্যের অসীম প্রতীক্ষা মানুষের। গত দুই বছরের উৎসব করতে না পারলেও এবার মুক্তির প্রত্যাশায়

শান্তির বার্তায় নিয়েই এবার মানুষ স্বাগত জানাবে ইংরেজি নতুন বছর ২০২৩ সালকে। এখন নতুন বছর আর নতুন সূর্যের অপেক্ষায় দেশবাসী। নতুন বছরটি হচ্ছে নির্বাচনের বছর। তাই সামনে অনেক চ্যালেঞ্জ। অপেক্ষা কেবল মানুষের নিরাপত্তা, শান্তি, স্বস্তি, জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ এবং সৌহার্দ্য-সম্প্রীতির দেশ গড়ার। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে এ প্রত্যাশা রেখেই আগামীকাল রবিবার থেকে নতুন বছরে, নতুন জীবনে যাত্রা করবে এ দেশের মানুষ। কাল শুরু হবে আরও একটি নতুন বছর ২০২৩। স্বাগত ২০২৩, বিদায় ২০২২।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবুবাজার ব্রিজে জবি ছাত্রদলের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইসিতে ৩৩৮ ওসির বদলির তালিকা দড়ি ছিঁড়ে নানা ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রাসিক মেয়র কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে পারে-তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি এবার ডিবি অফিসে ভাত খেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য গাজা ‘ছাড়ো নয় মরো’ জলবায়ু সম্মেলন ৪ দিনে ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা স্বামীর অনুপস্থিতিতে বুশরা বিবির বাড়িতে আসতেন ইমরান খান! সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫ বড় নয়, ধরা খেলেন ছোট ঋণখেলাপিরা ভোটার উপস্থিতি নিশ্চিত করতে জুম মিটিং