বিজয় দিবসে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার নূরের অনুসারীরা

বিজয় দিবসে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার নূরের অনুসারীরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৩
মাগুরায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল ইসলাম নূরের রাজনৈতিক সংগঠনের নেতারা। এ ঘটনায় রাজনৈতিক সংগঠনটির মাগুরা সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজিব মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহমেদ এবং সদর উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহকে বেদম মারধর করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, সকাল ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সে লক্ষ্যে মাগুরা জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে শতাধিক নেতাকর্মী সাড়ে ৭টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরে আসছিল। পথে মধুমতি রেস্ট হাউজের সামনে পৌঁছলে ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুল ইসলাম বনির নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে যুব ও ছাত্র অধিকারের নেতাদেরকে বেধড়ক মারধরে করে। ঘটনাস্থলে অসংখ্য পুলিশ মোতায়েন করা থাকলেও পুলিশ ছাত্রলীগ কর্মীদের কোনো প্রকার বাধা দেয়নি। গুরুতর আহত জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহমেদকে পুলিশ আটক করেছে। মাগুরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল কবির শিবলু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কারো একক অর্জন নয়। আমরাও শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্যে ফুল নিয়ে গিয়েছিলাম। এটি আমাদের অপরাধ হতে পারে না। অথচ পুলিশের সামনেই যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানোর থানায় আটকে রাখা হয়েছে। অথচ তাদের চিকিৎসার প্রয়োজন। তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মাগুরা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুল ইসলাম বনি বলেন, সরকার বিরোধী স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে ছাত্রলীগের জুনিয়র ছেলেদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগের ছেলেরা একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করতে চায়: তথ্যমন্ত্রী মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ২৩ আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব-লিটনরা! প্রীতি ম্যাচে সিশেলসকে হারিয়েছে বাংলাদেশ অগ্নিপরীক্ষায় বিএনপি, শঙ্কা নতুন ‘উকিল’ লাশ বস্তায় ভরে গাড়িতে তুলে সটকে পড়ে মমিন দেশে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল বানাতে চান সাকিব জনগণকে মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার ডাক ইমরানের আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি: আইজিপি ইমরানের সমাবেশের আগে সাঁড়াশি অভিযান, বন্ধ সব প্রবেশপথ প্রতিটি ছবি মুক্তির পরই বউয়ের হাতে মার খান ইমরান হাশমি! নারীর এগিয়ে চলা প্রকল্প ঐতিহাসিক যে মসজিদে এখন আর নামাজ আদায় হয় না ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি রোগাক্রান্ত ব্যক্তি কীভাবে রোজা রাখবেন? সিরিয়ায় প্রতিদিন মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ছে রুশ যুদ্ধবিমান গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু রমজানে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি: মির্জা ফখরুল