বিজয় দিবসে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার নূরের অনুসারীরা



বিজয় দিবসে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার নূরের অনুসারীরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৩
মাগুরায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে পুলিশের সামনেই ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল ইসলাম নূরের রাজনৈতিক সংগঠনের নেতারা। এ ঘটনায় রাজনৈতিক সংগঠনটির মাগুরা সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজিব মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহমেদ এবং সদর উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহকে বেদম মারধর করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, সকাল ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সে লক্ষ্যে মাগুরা জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে শতাধিক নেতাকর্মী সাড়ে ৭টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরে আসছিল। পথে মধুমতি রেস্ট হাউজের সামনে পৌঁছলে

ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুল ইসলাম বনির নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে যুব ও ছাত্র অধিকারের নেতাদেরকে বেধড়ক মারধরে করে। ঘটনাস্থলে অসংখ্য পুলিশ মোতায়েন করা থাকলেও পুলিশ ছাত্রলীগ কর্মীদের কোনো প্রকার বাধা দেয়নি। গুরুতর আহত জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহমেদকে পুলিশ আটক করেছে। মাগুরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল কবির শিবলু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কারো একক অর্জন নয়। আমরাও শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্যে ফুল নিয়ে গিয়েছিলাম। এটি আমাদের অপরাধ হতে পারে না। অথচ পুলিশের সামনেই যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানোর থানায় আটকে রাখা হয়েছে। অথচ তাদের চিকিৎসার

প্রয়োজন। তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মাগুরা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুল ইসলাম বনি বলেন, সরকার বিরোধী স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে ছাত্রলীগের জুনিয়র ছেলেদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগের ছেলেরা একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে সরকারই দায়ী: মির্জা ফখরুল ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্র সফল হবে না: আ.লীগ ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি, সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ৩০০ জনের ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মানবতা কোথায় ছিল’ ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ঢাকায় নেমে কাদের যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু ভোক্তা অধিদপ্তরের তদারকি: বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে- প্রশ্ন প্রধানমন্ত্রীর ইউক্রেনে কেন অস্ত্র পাঠাবে না পোল্যান্ড? ইউক্রেনকে অল্প সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর নিয়ে বিএনপির বক্তব্য কী? গুজরাটে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: নিকি হ্যালি নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ ‘ইইউ পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না’ পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে যা বললেন শেখ হাসিনা