বাবা-ভাইয়ের সঙ্গে আমার কিছু ঘটনা আছে: হ্যারি – U.S. Bangla News




বাবা-ভাইয়ের সঙ্গে আমার কিছু ঘটনা আছে: হ্যারি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৩ | ৫:২৯
আত্মজীবনী গ্রন্থ স্পেয়ারে অনেক গোপন তথ্যই ফাঁস করেছেন প্রিন্স হ্যারি। তবে আরও অনেক তথ্য তিনি গোপন রেখেছেন। যুক্তরাজ্যের গণমাধ্যমে ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি এ কথা বলেন। হ্যারি জানিয়েছেন, পরিবার নিয়ে কিছু কথা গোপন রেখেছেন। কারণ এসব কথা প্রকাশ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে কোনো দিন ক্ষমা করবে না। সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য তার কাছে আছে। প্রকাশিত বই 'স্পেয়ার' নিয়ে প্রিন্স হ্যারি আরও বলেন, 'বইটির প্রথম খসড়া আলাদা ছিল। সেটি ছিল ৮০০ পৃষ্ঠার। আর এখন এটি ৪০০ পৃষ্ঠার। এটি দুটি বই হতে

পারে।' প্রিন্স হ্যারি আরও বলেন, 'আমার, আমার ভাই ও বাবার মধ্যে কিছু ঘটনা আছে, আমি চাই না বিশ্ব সেটি জানুক। কারণ আমি জানি এ রকম হলে তারা আমাকে ক্ষমা করবেন না।' গত মঙ্গলবার থেকে হ্যারির বই 'স্পেয়ার' বাজারে এসেছে। বইটিতে উঠে এসেছে রাজপরিবারের ভেতরের অনেক খবর। বইটির বিষয়ে নীরব রয়েছে রাজপরিবার। ‘স্পেয়ার’ বইতে হ্যারি তার বাবাকে মানসিকভাবে পঙ্গু হিসেবে অভিহিত করেছেন। শৈশবে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। টেলিগ্রাফে দেওয়া ওই সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, তিনি জনসমক্ষে রাজপরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাননি। তবে রাজপরিবারের সংস্কার ও প্রিন্স উইলিয়ামের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এটি দরকার ছিল। তবে গত সোমবার প্রকাশিত ব্রিটিশ-আন্তর্জাতিক

জরিপ সংস্থা ইউগভ বলছে, একসময়ের জনপ্রিয় প্রিন্সের প্রতি ৬৪ শতাংশ ব্রিটিশের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যারি ও মেগান জনপ্রিয়তার সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী