বাবরের বদলে শাহিন আফ্রিদিকে নেতৃত্বে চান সাবেক কিংবদন্তি – U.S. Bangla News




বাবরের বদলে শাহিন আফ্রিদিকে নেতৃত্বে চান সাবেক কিংবদন্তি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৩ | ৪:৪৮
পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজমকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি মনে করেন, নেতৃত্বের বোঝা মাথায় থাকায় ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখাতে পারছেন না বাবর। অথচ তিনি যদি শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেন, তা হলে বিভিন্ন রেকর্ড ভাঙতে এবং অগ্রজদের ছাড়িয়ে যেতে সক্ষম হবেন। বাসিত আলি মনে করেন, ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি যতদিন ফিট (যোগ্য) থাকবেন, ততদিন তার ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব দেওয়া উচিত। আর টি২০-তে নেতৃত্ব দেওয়া উচিত শাদাব খানের। সাবেক এ ক্রিকেটার বলেন, ‘বাবর আজমের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। তিনি যদি ক্যাপ্টেন্সি ছাড়েন, তা হলে সব রেকর্ড ভাঙতে পারবেন এবং অতীতে গ্রেটদের (ক্রিকেটে

নানা রেকর্ডের অধিকারী অগ্রজ) করা রেকর্ড অতিক্রম করতে পারবেন। অধিনায়কত্ব তার ব্যাটিং পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুতরাং তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত।’ বাসিত আলি আরও বলেন, ‘পাকিস্তানের ক্যাপ্টেন হওয়া উচিত শাহিন আফ্রিদির। তিনি যদি ফিট থাকেন তা হলে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারবেন। অন্যদিকে টি২০ দলের নেতৃত্বে শাদাব খানকে আনা যেতে পারে।’ ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাসিত আলির এমন মন্তব্য ক্রিকেট ফ্যান ও বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক উসকে দিয়েছে। অনেকেই একমত পোষণ করে বলেছেন, নেতৃত্বের কারণে বাবর আজমের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, তিনি এখনো ইয়ং (তরুণ) আছেন এবং ক্রিকেটের যোগ্য নেতা হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তবে পাকিস্তান

ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী