বাণিজ্য মেলায় কোটি টাকার পরি পালঙ্ক, দাম উঠেছে ৫০ লাখ!



বাণিজ্য মেলায় কোটি টাকার পরি পালঙ্ক, দাম উঠেছে ৫০ লাখ!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৩
রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত এবারের বাণিজ্য মেলায় আলোচনায় রয়েছে ১৬ পরির রাজকীয় পালঙ্ক খাট। খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো অবস্থায় রয়েছে চারটি কাঠের তৈরি পরি। পরিদের ডান হাতে রয়েছে প্রজাপতি। জলম এবং বক্সের অংশে রয়েছে ছোট বড় আরও ১২টি পরি। খাটজুড়ে রয়েছে হাতে খোদাই করা নকশা। কাঠের কারুকাজ করা ১৬টি পরি ছাড়াও নানা রকমের নকশায় ফুটে উঠেছে খাটটি। সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে খোদাই করে বানানো রাজকীয় এই খাট নজর কাড়ছে মেলায় আগত দর্শনার্থীদের। খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. আবু বক্করের (৩৫) তৈরি খাটটির ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমেও পরি পালঙ্কের সংবাদ প্রচার করা হয়। তাই

অনেকে সুযোগ বুঝে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। শেয়ার করছেন। জানা গেছে, শখের বসে খাটটি বানিয়েছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা গুইমারা ইউনিয়নের ফাতেমা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. নুরন্নবী। শখের বশে বানালেও তিনি খাটটি বিক্রি করতে নিয়ে এসেছেন ঢাকা বাণিজ্য মেলায়। ২০১৭ সালে নুরুন্নবীর বাড়িতে পরি পালঙ্ক খাটের কাজ শুরু হয়। খাটের কাজ শেষ হয় গত বছরের ১৬ মার্চ। কোনো সহযোগী ছাড়া এককভাবে ৩ বছর ২ মাসে এটি তৈরি করেছেন আবু বক্কর। কাঠমিস্ত্রি তার কাজের পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার টাকা। এটি তৈরি করতে কাঠ লেগেছে প্রায় ৮৫ ঘনফুট। খাটটির বার্নিশের পেছনে খরচ হয়েছে লাখ টাকারও বেশি। এতে মোট

ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা। এক কোটি টাকা হলে খাটটি বিক্রি করবেন বলে জানিয়েছেন নুরুন্নবী। এরই মধ্যে ৫০ লাখ টাকা দাম উঠেছে বলে তিনি সাংবাদিকদের জানান। তবে এক কোটি টাকা চাইলেও কিছুটা কমে বিক্রি করবেন বলেও জানিয়েছেন নুরুন্নবী। তিনি জানান, এই খাটটি যে কিনবে খাটের সঙ্গে উপহার হিসেবে তাকে ইয়ামাহা ব্যান্ডের একটি এফ জেড মোটরসাইকেল এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেওয়া হবে। কাঠমিস্ত্রি মো. আবু বক্কর জানান, বহুদিন আমার স্বপ্ন ছিল এমন একটি পরি খাট বানাবো; অবশেষে বানাতে পেরেছি। এ রকম আরও কিছু জিনিস বানানোর করার ইচ্ছা আছে। অত্যাধুনিক কারুকাজের খাটটি তৈরিতে কোনো ক্যাটালগ ব্যবহার করা হয়নি; যা কিছু করেছি আমার আবেগ থেকে।

খাটটিতে ১৬টি পরি, ৪টি প্রজাপতি ও ৪টি চাঁদ রয়েছে। এই পালঙ্ক ঘিরে নানা জল্পনা কল্পনা জমে উঠেছে মেলাজুড়ে। অবশেষে কে হয় এই রাজকীয় পালঙ্কের মালিক? এমনই প্রশ্ন মেলায় আসা দর্শনার্থীদের।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডায়াবেটিসের নতুন ওষুধ ওজন কমানোর জন্য ওজেম্পিকের চেয়ে ভালো: গবেষণা রিপোর্ট প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে : রাষ্ট্রপতি বিশ্ব মেরিটাইম দিবসের সাফল্য কামনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে টিমে ১১জন নাই : তথ্যমন্ত্রী ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে প্রভাব ফেলবে না : সালমান রহমান নাগর্নো-কারাবাখ বিচ্ছিন্নতাবাদীরা আজারবাইজানের কাছে অস্ত্র জমা দিবে মালির টিম্বুকটুতে হামলায় ৫ জন নিহত ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে সরকারই দায়ী: মির্জা ফখরুল ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্র সফল হবে না: আ.লীগ ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি, সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ৩০০ জনের ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মানবতা কোথায় ছিল’ ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ঢাকায় নেমে কাদের যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু ভোক্তা অধিদপ্তরের তদারকি: বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে- প্রশ্ন প্রধানমন্ত্রীর ইউক্রেনে কেন অস্ত্র পাঠাবে না পোল্যান্ড? ইউক্রেনকে অল্প সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র