বাণিজ্য মেলার সময় আরও ৭ দিন বাড়ানোর দাবি




বাণিজ্য মেলার সময় আরও ৭ দিন বাড়ানোর দাবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৩ | ৮:৪৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশ নেওয়া ব্যবসায়ীরা আরও সাত দিন মেলার কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে এক লিখিত চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে বলা হয়- শৈত্যপ্রবাহের কারণে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বৈদ্যুতিক মিস্ত্রির সংকট ছিল। তাই মেলায় বরাদ্দকৃত স্টল তৈরিতে সাত দিন সময় বেশি লেগে গেছে। তবে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠিতে ব্যবসায়ীরা বলেছেন, মেলায় ব্যবসা শুরু করতে দেরি হয়েছে। সময় বাড়ানো না হলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাছাড়া এ মাসে টঙ্গীতে দুই দফা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই দুইবার তিন

দিন করে মোট ছয় দিন রাস্তায় যানজট ছিল। ফলে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল। এ ছাড়া পূর্বাচল ৩০০ ফুট মহাসড়কে এক দিন ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সেদিনও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল। এই পরিস্থিতিতে মেলার সময় বাড়ানো না হলে অনেক পণ্য অবিক্রীত থেকে যাবে। যে কারণে ক্ষতি এড়াতে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনা ভাড়ায় মেলায় বেচাকেনা করার অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মেলার পরিচালক ও আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ বলেন, এ বছর আর মেলা বাড়ানোর সুযোগ নেই। আমরা সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সব কাজ নিয়ম করে চলছে। আগামী ৩১ জানুয়ারি মেলার সমাপনী

অনুষ্ঠান হবে। এ জন্য সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এতে দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনিপ্যাভিলিয়ন অংশ নিয়েছে। যা গত বছরের চেয়ে ১২৬টি বেশি। এছাড়া এবারের মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা ১৭টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এবার নিয়ে দ্বিতীয়বার পূর্বাচলে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার চার দিনের মাথায় সোনার দাম আরও কমল গ্রামীণ টেলিকম দুর্নীতি: দুদকের জিজ্ঞাসাবাদের মুখে ৪ পরিচালক জিএসপি প্লাস পেতে শ্রম আইন সংশোধনের তাগিদ ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৬৪ দেশে ফেরার পথে বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রব ‘তলে তলে আপস হয়ে গেছে’-কাদেরের বক্তব্যের জবাব দিলেন দুদু ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদিকে যা বললেন খামেনি দেশের রিজার্ভ পরিস্থিতি উদ্বেগজনক: ড. জাহিদ হোসেন অসাবধানতাবশত রসায়নে ৩ নোবেল বিজয়ীর নাম প্রকাশ! কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপির পেইড এজেন্টরা: তথ্যমন্ত্রী নোবেল কমিটির ফোন পেয়ে বললেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি’ ‘প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না’ রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে খালেদা জিয়ার: আইনমন্ত্রী এবার ২৫ প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ বৃহস্পতিবার দুদকে যাবেন ড. ইউনূস মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা