বডি লোশন মুখে মাখা কি ঠিক? – U.S. Bangla News




বডি লোশন মুখে মাখা কি ঠিক?

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৩ | ১০:১১
শীতের দিনে কমবেশি সবাই বডি লোশন ব্যবহার করেন । ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বডি লোশন বেশ উপকারী। অনেকে আবার বডি লোশন মুখেও মাখেন। তবে বডি লোশন কী মুখে মাখা ঠিক তা নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাসাডেনার বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ আইভি লি বলেন, সাধারণত, বডি লোশন মুখে ব্যবহার করা যায়। তবে মুখের ত্বকে কোনো বিশেষ সমস্যা যেমন- ব্রন প্রবণতা, একজিমা ইত্যাদি থাকলে এই লোশন লাগালে জ্বালাপোড়া, অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে। ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি আরও জানিয়েছেন, এই ধরনের সমস্যার কারণ হল ‘ফেইস লোশন’বা ক্রিম দুটাই নন-কমেডোজেনিক। এর মানে হল এতে লোমকূপ আবদ্ধ হয় না

এবং মুখের ত্বক সংবেদনশীল হওয়ার পরেও ব্রণ, জ্বলুনি বা ‘হাইপো-অ্যালার্জেনিক’ অর্থাৎ সাধারণ অ্যালার্জি দেখা দেয় না। ত্বক বিশেষজ্ঞ আইভি লি'র মতে, মুখে ব্রণ, একজিমা, অতিরিক্ত সংবেদনশীলতা ইত্যাদি না থাকলে বডি লোশন মুখেও ব্যবহার করা যায়। ডা. লি বলেন, এক্সফলিয়েটিং অ্যাসিড যেমন- ল্যাক্টিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড নিরাপদে মুখের ত্বকে ব্যবহার করা যায়। যদিও অনেক বডি লোশনে মুখের লোশনের তুলনায় উচ্চ মাত্রায় এক্সফলিয়েটিং অ্যাসিড থাকে। তাই এগুলো কতটা শক্তিশালী তা দেখে ব্যবহার করা ভালো। বিশেষজ্ঞদের মতে, বডি লোশন মুখে মাখতে চাইলে এর ঘনত্বের দিকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে মায়ামির বিলাসবহুল প্রসাধনী ‘অ্যালিক্সিস লরেন কালেকটিভ’য়ের সহকারী প্রতিষ্ঠাতা মাইকেল রেন্ডার ভাষায়, ঘনত্ব

মুখ ও দেহের লোশনে বিপুল পার্থক্য সৃষ্টি করে। তাই মুখের ত্বকে ঘন ক্রিম মানানসই না হলে ঘন লোশন ব্যবহার করাও ঠিক হবে না। মনে রাখা জরুরি যে, নিজে যেটা তৈরি করবেন সেটাই আপনার ত্বক পরিচর্যার রুটিন। নিয়মিত বহুমুখি লোশন বা ফেইস ক্রিম ছাড়াই বডি লোশন যে কোনোটাই ব্যবহার করা যায়। শুধু মুখে ব্রণ, একজিমা বা সংবেদনশীলতার অসুবিধা থাকলে বডি লোশন মুখে ব্যবহার করা ঠিক হবে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী