প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার – U.S. Bangla News




প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ১০:০৫
কক্সবাজারের পেকুয়ায় প্রেমের ফাঁদে ফেলে প্রায় অর্ধশতাধিক তরুণীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই দুই যুবকের নাম জহিরুল ইসলাম (৩২) ও তার সহযোগী মো. সরওয়ার (২৪)। গ্রেপ্তার জহির উদ্দিন পেকুয়ার রাজাখালী ইউনিয়নের আমিনুল হকের ছেলে ও মো. সরওয়ার একই উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকার মো. শওকতের ছেলে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর উপ-অধিনায়ক মো. রেজওয়ানুর রহমান। তিনি জানান, ভুক্তভোগী পেকুয়ার একটি এনজিওতে চাকরি করতেন। গত ফেব্রুয়ারি মাসে আসামি মো. জহিরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়।

জহির নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ও অবিবাহিত বলে পরিচয় দেন। এরমধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুযোগে জহির ওই মেয়ের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে তিনি ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন। র‍্যাবের উপ-অধিনায়ক জানান, গ্রেপ্তার জহির ভুক্তভোগী ওই নারীর এক নারী সহকর্মীর সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন। পরে ওই নারী আত্মহত্যার

চেষ্ঠাও করেছিলেন। তিনি বলেন, আসামিদের মোবাইল তল্লাশি করে প্রায় অর্ধশতাধিক তরুণীর ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিওচিত্র পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্ব আদায়ে ৫ চ্যালেঞ্জ চার দিনে খান ইউনিস ছেড়েছেন পৌনে ২ লাখ ফিলিস্তিনি দেশে আর কতদিন কারফিউ থাকবে? কোটা সংস্কার আন্দোলন ক্ষতিগ্রস্তদের চোখে শুধুই নীরব অশ্রু গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বহু সাধারণ শিক্ষার্থী জনজীবন স্বাভাবিক হলে কারফিউ প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদপ্তরে জরুরি সিকিউরিটি সেল সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস, যাত্রী কম ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ১০ দিনে কারাগারে ৩৩০ চট্টগ্রামে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা ‘তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের কাছে’ সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত সব দল নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের ওয়াইফাই নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন সুবিধা পেতে যা করবেন কী হয়েছিল জাহ্নবীর? সহিংসতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান প্রকৃত কোনো ছাত্রই এই হামলায় জড়িত ছিল না: পররাষ্ট্রমন্ত্রী