প্রশাসনের সঙ্গে একীভূত হচ্ছে বাণিজ্য ক্যাডার



প্রশাসনের সঙ্গে একীভূত হচ্ছে বাণিজ্য ক্যাডার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৩ | ৮:২০
ইকোনমিক ক্যাডারের পর এবার বাণিজ্য ক্যাডারও প্রশাসন ক্যাডারে একীভূত হতে যাচ্ছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ২১ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ইকোনমিক ক্যাডারের মতো বাণিজ্য ক্যাডারও প্রশাসন ক্যাডারে একীভূত করতে ঐকমত্য পোষণ করা হয়। বাণিজ্য ক্যাডারে কর্মকর্তার সংখ্যা ২০ জন। এর মধ্যে ১৫ জন বাণিজ্য ক্যাডারের এবং অবশিষ্ট ৫ জনকে ক্যাডারভুক্ত করা হয়। সংখ্যাটি খুবই ছোট হওয়ায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সহিদ

উল্যাহ বৃহস্পতিবার বলেন, ‘বিসিএস ট্রেড ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা নিয়ে মিটিং করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারে একীভূত করতে কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, আইনগত কোনো সমস্যা আছে কি না-সবকিছু যাছাই করে কমিটি সুপারিশ দেবে। এরপর ওই সুপারিশ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রেড ক্যাডার প্রশাসন ক্যাডারে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তা না হলে তো এ বিষয়ে মিটিং করা হতো না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাণিজ্য ছাড়া অন্য কোনো ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করার আবেদন পাইনি।’ বৈঠকে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (বিধি) এবং বর্তমানে সচিব পদমর্যাদায়

পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে কর্মরত আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারে একীভূত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কারণ ক্যাডারটি খুবই ছোট।’ তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ খোলা ছিল। একটি হচ্ছে ক্যাডারটি বিলুপ্ত করা, দ্বিতীয়টি অন্য কোনো ক্যাডারের সঙ্গে একীভূত করা। ফলে দ্বিতীয়টি বেছে নিয়েছি।’ এ বিষয়ে অপর একজন কর্মকর্তা বলেন, বাণিজ্য ক্যাডারের সর্বোচ্চ পদ এখনো চতুর্থ গ্রেডভুক্ত। এই ক্যাডারের ভবিষ্যৎ অনুজ্জ্বল। এ কারণে তাদের প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, লেজিসলেটিভ বিভাগ, সরকারি কর্মকমিশন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি করে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রশাসন কমিটির সভাপতি। মন্ত্রণালয় সূত্র জানায়, বাজার পরিস্থিতি নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে হয় ডিসি ও বিভাগীয় কমিশনারদের। অথচ নিয়মানুযায়ী এ বিষয়ে মিডিয়া ফেস করার কথা বাণিজ্য ক্যাডার কর্মকর্তাদের। কিন্তু বাস্তবে সেভাবে তাদের অর্গানোগ্রাম ও লাইনপোস্ট নেই। ফলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা পর্যায়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দেখভাল করেন। কিন্তু বিষয়টি বাণিজ্য ক্যাডারের কর্মকর্তাদের দেখার কথা। বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হলে তখন আর সমস্যা থাকবে না। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইকোনকিম ক্যাডার প্রশাসন ক্যাডারে একীভূত হয়। ৩৫ বছর ইকোনমিক ক্যাডার চালু ছিল। ইকোনমিক ক্যাডার বিলুপ্তির ফলে ক্যাডার সংখ্যা ২৭ থেকে কমে ২৬-এ দাঁড়ায়। যৌক্তিক কারণে

তারা ১৯৯৬ সাল থেকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়ার দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর ২২ বছরের মাথায় এসে দাবি পূরণ হয়। এর আগে ১৯৯২ সালে সচিবালয় ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়। এখন বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারে একীভূত হলে ক্যাডার সংখ্য কমে ২৫-এর ঘরে চলে আসবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে সরকারই দায়ী: মির্জা ফখরুল ভয় দেখিয়ে লাভ নেই, ষড়যন্ত্র সফল হবে না: আ.লীগ ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি, সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ৩০০ জনের ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মানবতা কোথায় ছিল’ ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ঢাকায় নেমে কাদের যেকোনো উপায়ে সাংবিধানিক ধারা বজায় রাখতে হবে: ইনু ভোক্তা অধিদপ্তরের তদারকি: বিভিন্ন অনিয়মে ৮৬টি প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে- প্রশ্ন প্রধানমন্ত্রীর ইউক্রেনে কেন অস্ত্র পাঠাবে না পোল্যান্ড? ইউক্রেনকে অল্প সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর নিয়ে বিএনপির বক্তব্য কী? গুজরাটে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: নিকি হ্যালি নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ ‘ইইউ পর্যবেক্ষক না পাঠালেও কিছু যায় আসে না’ পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে যা বললেন শেখ হাসিনা